নয়ানজুলিতে গাড়ি উল্টে মৃত্যু হল গাড়ির সওয়ারি দুই যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার শ্যামপুরে। মৃত দু’ জনের নাম সুরঞ্জন বর (২২) এবং সুজয় মাঝি (২২)।
মৃত সুরঞ্জনের বাড়ি শ্যামপুরের জাল্লাবাদ এলাকায় এবং সুজয় স্থানীয় রামনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বিয়ে বাড়িতে গাড়ি ভাড়া খাটিয়ে ফিরছিলেন সুরঞ্জন এবং সুজয়। গাড়িটি চালাচ্ছিলেন সুরঞ্জন। পথে শ্যামপুর থানা এলাকার বানেশ্বরপুরের বটতলায় দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়ানজুলির মধ্যে গিয়ে পড়ে যায় গাড়িটি। গাড়ি থেকে বেরতে পারেননি ওই দুই যুবক। শনিবার সকালে উদ্ধার হয় তাঁদের দেহ। দেহ দু’টিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটি যথেষ্ট দ্রুত বেগে চলছিল। সারা দিনের পরিশ্রমের ফলে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালকের আসনে থাকা সুরঞ্জন। ঘুমিয়ে পড়েছিলেন সুজয়ও। এর জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে অন্য কোনও গাড়ি অথবা লরিকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে কি না সেই সম্ভবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।