Advertisement
E-Paper

চিনে জাহাজডুবি, নিখোঁজ ৪৫০ জন

সাইক্লোনের কবলে পড়ে চিনের ইয়াংজি নদীতে ডুবে গেল যাত্রিবোঝাই জাহাজ। নিখোঁজ ৪৫০ জন যাত্রী। সোমবার রাতে ঘটনাটি ঘটে চিনের দক্ষিণ হুবেই প্রদেশে। পুলিশ সূত্রে খবর, জাহাজটি নানজিং শহর থেকে ১৫০০ কিলোমিটার দূরে চংকিং শহরে যাচ্ছিল। জাহাজটিতে কমপক্ষে ৪৫৭ জন যাত্রী ছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ১০:৪৮
উদ্ধারকাজ চলছে ইয়াংজি নদীতে। ছবি: রয়টার্স।

উদ্ধারকাজ চলছে ইয়াংজি নদীতে। ছবি: রয়টার্স।

সাইক্লোনের কবলে পড়ে চিনের ইয়াংজি নদীতে ডুবে গেল যাত্রিবোঝাই জাহাজ। নিখোঁজ ৪৫০ জন যাত্রী। সোমবার রাতে ঘটনাটি ঘটে চিনের দক্ষিণ হুবেই প্রদেশে। পুলিশ সূত্রে খবর, জাহাজটি নানজিং শহর থেকে ১৫০০ কিলোমিটার দূরে চংকিং শহরে যাচ্ছিল। জাহাজটিতে কমপক্ষে ৪৫৭ জন যাত্রী ছিলেন। এঁদের মধ্যে ৪০৫ জন পর্যটক, ৪৭ জন জাহাজকর্মী এবং পাঁচ জন পর্যটন সংস্থার কর্মচারী ছিলেন। অধিকাংশ যাত্রীর বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে। পুলিশ সূত্রে খবর, ১০ জন যাত্রীকে উদ্ধার করা গেলেও বাকিদের খোঁজ পাওয়া যায়নি। পরে তল্লাশি চালানোর সময় পাঁচটি দেহ উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, সাংহাই-এর একটি পর্যটক সংস্থা ওই জাহাজে পর্যটকদের নিয়ে ভ্রমণে বেরিয়েছিল। সোমবার রাতে ইয়াংজি নদীর দামাজহৌ অঞ্চলে সাইক্লোনের মুখে পড়ে সেটি। ঝড়ের প্রবল দাপটে কয়েক মিনিটের মধ্যে জাহাজটি ৪৫৭ জন যাত্রী নিয়ে উল্টে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ পৌঁছেছে বলে জানা গিয়েছে। ‘স্টেট কাউন্সিল’-এর উদ্ধারকারী দলকে উদ্ধারকাজে দ্রুত অংশ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং। ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে তাঁর। ঝোড়ো হাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয়েছে জাহাজের ক্যাপ্টেন ও মুখ্য ইঞ্জিনিয়ারকে।

এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ইংয়াজি নদীর এই অংশটি ভ্রমণার্থীদের কাছে খুবই জনপ্রিয়। বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষরা এই অঞ্চলে প্রায়ই ঘুরতে আসেন। চলতি বছরে জানুয়ারিতেই এই নদীতেই পর্যটকবোঝাই একটি নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়।

Chinese ship accident yangtze river police li keqiang chinese prime minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy