Advertisement
২৪ এপ্রিল ২০২৪

তিন দিনের নিলামেই ক্রিস্টির বিক্রি ছাড়াল এক বিলিয়ন

তিন দিনেই এক বিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা। শিল্পসামগ্রীর নিলামের রেকর্ড ভেঙে এই মূল্যের জিনিস বেচল নিউ ইয়র্কের নিলাম হাউস ক্রিস্টি। বুধবার তারা ৬৫৯ মিলিয়ন ডলারের শিল্পসামগ্রী বেচে। সোমবার প্রায় ৭০৬ মিলিয়ন ডলারের শিল্পসামগ্রী নিলাম করেছিল ক্রিস্টি। সব মিলিয়ে ১ মিলিয়ন ডলারের গণ্ডি ডিঙিয়ে গেল ক্রিস্টি। এ বারে ক্রিস্টির বিক্রি প্রতিদ্বন্দ্বী সদবি-র প্রায় দ্বিগুণ।

চলছে পিকাসোর ছবি নিলাম। ছবি: এএফপি।

চলছে পিকাসোর ছবি নিলাম। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ১৮:৩১
Share: Save:

তিন দিনেই এক বিলিয়ন ডলার! ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা। শিল্পসামগ্রীর নিলামের রেকর্ড ভেঙে এই মূল্যের জিনিস বেচল নিউ ইয়র্কের নিলাম হাউস ক্রিস্টি। বুধবার তারা ৬৫৯ মিলিয়ন ডলারের শিল্পসামগ্রী বেচে। সোমবার প্রায় ৭০৬ মিলিয়ন ডলারের শিল্পসামগ্রী নিলাম করেছিল ক্রিস্টি। সব মিলিয়ে ১ মিলিয়ন ডলারের গণ্ডি ডিঙিয়ে গেল ক্রিস্টি। এ বারে ক্রিস্টির বিক্রি প্রতিদ্বন্দ্বী সদবি-র প্রায় দ্বিগুণ।

এই দরে শিল্পসামগ্রী বিক্রি হওয়ায় কিছুটা হলেও বিস্মিত বিশেষজ্ঞরা। এ বারে দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তোর এবং সাম্প্রতিক শিল্পসামগ্রী নিয়ে নিলামের আয়োজন করেছিল ক্রিস্টি। তাই এ ক’দিন ক্রিস্টির নিলাম শুরু হওয়া মাত্রই টেলিফোনগুলি বাজতে থাকে। আমেরিকা, রাশিয়া, লাতিন আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং চিনের ধনকুবেরা নিলামে অংশ নেন। প্রায় প্রতিটি শিল্পসামগ্রীর ক্ষেত্রেই দর প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে।

কেন এই অবস্থা? বিশেষজ্ঞদের ধারণা, শিল্পের বাজারে নতুন এক শ্রেণির ক্রেতারা এসেছেন। এই ধনকুবেরা শিল্পকে শুধু সংগ্রহের বস্তু হিসেবেই দেখে না, তাঁদের কাছে এটা বিনিয়োগও বটে। ক্রিস্টির এ বারের নিলামে পিকাসোর আঁকা ‘ওমেন অফ আলজিয়ার্স’ ছবিটি প্রায় ১৬০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। এটিই এখনও পর্যন্ত নিলামে শিল্পবস্তুর সর্ব্বোচ দর। এই ছবিটির আগের ক্রেতা ৩২ মিলিয়ন ডলারে ছবিটি কিনেছিলেন। ফলে কয়েক বছরের মধ্যেই পিকাসোর এই ছবিটি তাঁকে বিপুল লাভ দিয়েছে। ধনকুবের ক্রেতারা ঠিক এটিই চাইছেন। ফলে শিল্পসামগ্রীতে অর্থলগ্নি করছেন তাঁরা।

অনেকের মতে, নামকরা শহরের রিয়েল এস্টেটে-এর পাশাপাশি শিল্পসামগ্রী বিনিয়োগ এখন পাখির চোখ করেছেন ধনকুবেরা। অনেক ক্ষেত্রেই সোনার চেয়ে এই ধরনের বিনিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE