Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ফের দিল্লিতে পুলিশের উপর দুষ্কৃতী হামলা, মৃত ১, জখম ১

তিন দিনের মধ্যে ফের এক বার পুলিশের উপর হামলার ঘটনা ঘটল খাস দিল্লির বুকে। রবিবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। গুরুতর জখম হলেন এক কনস্টেবল। অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ওই দিন রাত ২টো নাগাদ দিল্লির বিজয় বিহার এলাকায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৪ ১৩:৪৭
Share: Save:

তিন দিনের মধ্যে ফের এক বার পুলিশের উপর হামলার ঘটনা ঘটল খাস দিল্লির বুকে।

রবিবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। গুরুতর জখম হলেন এক কনস্টেবল। অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ওই দিন রাত ২টো নাগাদ দিল্লির বিজয় বিহার এলাকায়।

কী ঘটেছিল ওই রাতে?

দিল্লি পুলিশ সূত্রে খবর, মধ্য রাতে বাইকে করে এলাকায় টহল দিচ্ছিলেন বিজয় বিহার থানার দুই কনস্টেবল। একটি অটোরিকশার মধ্যে কয়েক জন যুবককে বসে থাকতে দেখেন ওই দুই পুলিশকর্মী। অত রাতে তারা ওখানে কী করছে, জিজ্ঞাসা করায় কোনও সন্তোষজনক উত্তর পাননি তাঁরা। যুবকদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিজেদের বাইক রেখে অটোতে চেপে বসেন দুই কনস্টেবল। হঠাত্ই খুব কাছ থেকে ওই দুই পুলিশকর্মীর উপর গুলি চালিয়ে অটোরিকশা নিয়ে পালায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় জগবীর নামের এক পুলিশ কনস্টেবলের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন নরেন্দ্র নামের অন্য এক কনস্টেবল। চিকিত্সকেরা জানিয়েছেন, পিঠে গুলি বিঁধে যাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক।

যে ভাবে পুলিশকর্মীদের উপর হামলা চালিয়ে তাঁদের অস্ত্র লুঠ করা হয়েছে তাতে অভিযুক্তরা দাগী দুষ্কৃতী বলে সন্দেহ পুলিশের। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং স্পেশ্যাল সেল যৌথ ভাবে ঘটনার তদন্তে নেমেছে বলে পুলিশ সূত্রে খবর।

গত শনিবার দিল্লিরই কনট প্লেসে দুই কনস্টেবলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় যদিও কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE