Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস-ই

মহারাষ্ট্রে বিজেপি-র পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফডণবীস। মঙ্গলবার বিকেল চারটেয় বিধান ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং বিজেপি-র সাধারণ সম্পাদক জে পি নাড্ডার উপস্থিতিতে নব-নির্বাচিত বিধায়কদের সর্বসম্মতিতে তাঁকেই নেতা নির্বাচন করা হয়। এ দিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ রাজ্য বিজেপি-র কোর কমিটির সদস্যেরা রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের কথা জানাবেন বলে বিজেপি সূত্রে খবর। সংসদীয় গণতন্ত্রে পরিষদীয় দলের নেতাই মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। কাজেই ফডণবীস-ই যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল।

পরিষদীয় দলের বৈঠক শেষে বিধান ভবন থেকে বেরিয়ে আসছেন দেবেন্দ্র ফডণবীস। ছবি: পিটিআই।

পরিষদীয় দলের বৈঠক শেষে বিধান ভবন থেকে বেরিয়ে আসছেন দেবেন্দ্র ফডণবীস। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৪ ১৬:১৫
Share: Save:

মহারাষ্ট্রে বিজেপি-র পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফডণবীস। মঙ্গলবার বিকেল চারটেয় বিধান ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং বিজেপি-র সাধারণ সম্পাদক জে পি নাড্ডার উপস্থিতিতে নব-নির্বাচিত বিধায়কদের সর্বসম্মতিতে তাঁকেই নেতা নির্বাচন করা হয়। এ দিন সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ রাজ্য বিজেপি-র কোর কমিটির সদস্যেরা রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে দেখা করে সরকার গঠনের কথা জানান বলে বিজেপি সূত্রে খবর। সংসদীয় গণতন্ত্রে পরিষদীয় দলের নেতাই মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। কাজেই ফডণবীস-ই যে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল।

নির্বাচন পরববর্তী মরাঠা রাজনীতির আঙিনায় দু’টি প্রশ্নই বার বার ঘুরে আসছিল। এক, সরকার গড়তে কার হাত ধরবে বিজেপি। দুই, মুখ্যমন্ত্রী কে হবেন।

এ দিন বিধান ভবনে বৈঠকের পর দ্বিতীয় প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে— ‘রাজদণ্ড’ উঠছে ফডণবীসের হাতেই। নির্বাচনের পরে সরকার গঠন এবং মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপি ‘চুপ-কথা’র রাস্তা বেছে নিয়েছিল। এ দিন ‘সাসপেন্স’-এর একটি অধ্যায় পরিণতি পেলেও, প্রথম প্রশ্নের উত্তর পেতে এখনও তিন দিনের অপেক্ষা। কেননা, আগামী ৩১ অক্টোবর রাজ্যে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি-র শীর্ষ নেতৃত্ব।

রাজ্যে বিজেপি-র বিপুল জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দেবেন্দ্র ফডণবীস। কার্যত তাঁরই কাঁধে ভর করে এ রাজ্যে বিজেপি বিপুল সাফল্যের মুখ দেখে। সে ক্ষেত্রে ফডণবীস-ই পছন্দের তালিকার শীর্ষে উঠে আসেন।

তাঁকে মুখ্যমন্ত্রী করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় মাঠে নামেন নিতিন গডকড়ী। নব নির্বাচিত বেশ কয়েক জন বিধায়ক তাঁর সঙ্গে দেখা করার পরে জল্পনা তৈরি হয়, তিনিও মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে আছেন কি না। পরে অবশ্য সেই সম্ভাবনায় জল ঢালেন স্বয়ং গডকড়ী। তিনি বলেন, “দিল্লিতে কাজ করেই আমি খুশি, রাজ্য রাজনীতিতে ফিরে আসার ইচ্ছে নেই।” মুখ্যমন্ত্রী পদের আর এক দাবিদারের নামও উঠে আসে, তিনি একনাথ খাড়সে। পরে যদিও দলের সিদ্ধান্তে এ যাত্রা মুখ্যমন্ত্রী হওয়ার আশা ছেড়ে দেন তিনি। সুতরাং, পড়ে রইলেন দেবেন্দ্র একাই। বিজেপি-র তরফ থেকে স্পষ্ট না করলেও মুখ্যমন্ত্রী যে তিনিই হবেন তা ‘ওপেন সিক্রেট’-ই ছিল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE