Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের আগুন বক্সিরহাট বাজারে, ভস্মীভূত ২১টি দোকান

ফের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল কোচবিহারের বক্সিরহাট বাজারের ২১টি দোকান। সোমবার রাত ১০টা নাগাদ এই আগুন লাগে। দমকল সূত্রে খবর, ওই দিন রাতে বক্সিরহাট বাজারে এই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন দাহ্যবস্তু মজুত থাকায় তা দ্রুত বিধ্বংসী আকার নেয়। সম্পূর্ণ ভাবে পুড়ে যায় ২১টি দোকান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৫ ১৫:১৫
Share: Save:

ফের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল কোচবিহারের বক্সিরহাট বাজারের ২১টি দোকান। সোমবার রাত ১০টা নাগাদ এই আগুন লাগে।

দমকল সূত্রে খবর, ওই দিন রাতে বক্সিরহাট বাজারে এই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন দাহ্যবস্তু মজুত থাকায় তা দ্রুত বিধ্বংসী আকার নেয়। সম্পূর্ণ ভাবে পুড়ে যায় ২১টি দোকান। বক্সিরহাট এলাকায় কোনও দমকলকেন্দ্র না থাকায় প্রথমে তুফানগঞ্জ, বারবিশার মতো এলাকা থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু তাতে আগুন আয়ত্বে আসেনি। এর পর অসম থেকে আরও ৫টি ইঞ্জিন আসে। মোট ৯টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা তিনেকের মধ্যে আগুন আয়ত্বে আসে। আগুন লাগার ফলে আনুমানিক ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

দমকল এবং পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগেই এই বক্সিরহাট বাজারেই আগুন লাগে। সে’বারে শতাধিক দোকান পুড়ে যায়।

বক্সিরহাট পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন সাহা এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা যাতে বার বার না ঘটে, সে জন্য মাসখানেক আগে থেকেই বক্সিরহাটে একটি দমকলকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত সেই দমকলকেন্দ্র প্রতিস্থাপনের জন্য জমি দেখার কাজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE