Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ডিপোতে আগুন, ভস্মীভূত সিটিসি-র সাতটি বাস

মহানগরীতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! বেলগাছিয়ায় সিটিসি-র একটি ডিপোতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সাতটি বাস। দমকল সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই ডিপোতে। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুনে ভস্মীভূত বাস। সোমবার স্বাতী চক্রবর্তীর তোলা ছবি।

আগুনে ভস্মীভূত বাস। সোমবার স্বাতী চক্রবর্তীর তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৫ ১২:৩৬
Share: Save:

মহানগরীতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড!

বেলগাছিয়ায় সিটিসি-র একটি ডিপোতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সাতটি বাস। দমকল সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই ডিপোতে। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সিটিসি-র ওই ডিপো থেকে ট্রাম ও বাস— দুই পরিষেবাই মেলে। পুলিশ জানিয়েছে, ভোরের দিকে ডিপোয় আগুন জ্বলতে দেখেন সেখানকার নিরাপত্তাকর্মীরা। তাঁরাই দমকলে খবর দেন। সওয়া ৪টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু তত ক্ষণে পাশাপাশি থাকা একের পর এক বাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ডিপোর শেডের একাংশও পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি ট্রাম। এর পর দমকলের আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সকাল পৌনে ৭টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে খবর।

নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, ডিপোর পাশেই কয়েক জন বাসচালক থাকেন। আগুন লাগার খবর পেয়ে তাঁরাই ঘটনাস্থল থেকে ২৭টি বাস অন্যত্র সরিয়ে নিয়ে যান। তবে তার আগেই সাতটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ট্রামের ওভারহেড তার বা ব্যাটারিতে শর্ট সার্কিটের ফলে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান দমকলের। তবে এটি অন্তর্ঘাত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার খবর পেয়ে সেখানে যান ৩ নম্বর ওয়ার্ডের বরো চেয়ারম্যান তরুণ সাহা।

এর আগে এ মাসের গোড়াতে আগুন লাগে ক্যামাক স্ট্রিটের এক বহুতলে। পুড়ে যায় বাড়ির দোতলায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিসঘর। এ দিনের ঘটনার পর ফের প্রশ্নের মুখে শহরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE