Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাশীপুরের ঘটনায় গ্রেফতার ৪

কাশীপুরের বোমাবাজির ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মহম্মদ সোয়েব, সাহাবুদ্দিন ওরফে সাহেব, সুখেন দাস এবং মুন্না সিংহ। বৃহস্পতিবার তাদেরকে এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। নববর্ষের দুপুরে কাশীপুরের উদ্যানবাটী এলাকায় মুড়ি-মুড়কির মতো ইট, বোমা পড়ার ঘটনা ঘটে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ১৩:১৮
Share: Save:

কাশীপুরের বোমাবাজির ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল মহম্মদ সোয়েব, সাহাবুদ্দিন ওরফে সাহেব, সুখেন দাস এবং মুন্না সিংহ। বৃহস্পতিবার তাদেরকে এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে।

নববর্ষের দুপুরে কাশীপুরের উদ্যানবাটী এলাকায় মুড়ি-মুড়কির মতো ইট, বোমা পড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই দিন গুলিবিদ্ধ হন দু’জন ব্যক্তি। শাসকদল তৃণমূলেরই দুই গোষ্ঠীর টক্করে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। পুলিশের হিসেব অনুযায়ী, প্রায় তিরিশ রাউন্ড গুলি চলেছে। বোমা পড়েছে সাতটি। দু’পক্ষের মধ্যে ইট বিনিময় হয়েছে ঘন্টাখানেক। অভিযোগের তির কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সীতা জয়সোয়ারা ও বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী জয়নাল আবেদিনের দিকে ছিল। যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।

পুলিশ সূত্রের খবর, জয়নালের ঘনিষ্ঠ আনোয়ার শিবিরের তৃণমূলকর্মী পাপ্পু সিংহ ওই দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, সীতা-অনুগামী স্বপন চক্রবর্তী তাঁকে পিস্তল উঁচিয়ে শাসায়। তিনি ঘটনাটি স্থানীয় তৃণমূল নেতা নন্দলাল সাউকে জানান। নন্দলাল কাশীপুর থানায় নালিশ করেন। পুলিশ স্বপনকে ডেকে সাবধান করে দেয়। এর পরেই উভয় পক্ষের মধ্যে ধুন্দুমার বেঁধে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE