Advertisement
E-Paper

সিবিআই হেফাজতে সৃঞ্জয়, মুখ খুললেন রাজ্যপাল

সারদা কাণ্ডে এ বার মুখ খুললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সৃঞ্জয় বসুর গ্রেফতারির পিছনে ‘যথেষ্ট কারণ’ আছে বললেন তিনি। শনিবার সকালে সিবিআই দফতরেই স্বাস্থ্য পরীক্ষা হয় সৃঞ্জয় বসুর। দুপুর দেড়টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আনা হয়। এ দিন দুপুরে তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ২৬ নভেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি দিন এক জন বিশেষজ্ঞ চিকিত্সকের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ১৭:১০
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

সারদা কাণ্ডে এ বার মুখ খুললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সৃঞ্জয় বসুর গ্রেফতারির পিছনে ‘যথেষ্ট কারণ’ আছে বললেন তিনি। শনিবার সকালে সিবিআই দফতরেই স্বাস্থ্য পরীক্ষা হয় সৃঞ্জয় বসুর। দুপুর দেড়টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আনা হয়। এ দিন দুপুরে তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ২৬ নভেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি দিন এক জন বিশেষজ্ঞ চিকিত্সকের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত।

সারদা কাণ্ডে শুক্রবারই গ্রেফতার হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু। তাঁর বিরুদ্ধে সারদা রিয়েলটি মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, টাকা নয়ছয় এবং বেআইনি ভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সারদা কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে মাসিক ৬০ লক্ষের চুক্তি হয়েছিল সৃঞ্জয়ের। অভিযোগ, চুক্তির টাকা ছাড়াও বিভিন্ন সময়ে আরও টাকা নিতেন শাসকদলের এই নেতা। সারদা কাণ্ডে শাসকদলের বিভিন্ন নেতার নাম জড়িয়ে যাওয়া নিয়ে অনেক দিন ধরেই সরব বিরোধীরা। এত দিন সেই ভাবে কিছু না বললেও অবশেষে মুখ খুললেন রাজ্যপালও। শনিবার এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়টি এখন বিচারাধীন, মন্তব্য করব না। তবে সিবিআই যখন গ্রেফতার করেছে, তার পিছনে অবশ্যই যথেষ্ট কারণ রয়েছে।”

রাজ্যপালের এই মন্তব্যকে সমর্থন করেছে বিরোধীরা। বিজেপি নেতা তথাগত রায়ের দাবি, এই মন্তব্য করে রাজ্যপাল বুঝিয়ে দিলেন সিবিআই-এর তদন্তে তাঁর পূর্ণ আস্থা রয়েছে। কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, “রাজ্যপাল সঠিক কথাই বলেছেন। রাজ্যে সাংবিধানিক ও রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে।” রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করেছেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্যও।

kesharinath tripathy srinjay basu saradha scam CBI custody Governor open mouth TMC mamata banerjee state news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy