হাসপাতালের চারতলা থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পঞ্চসায়র থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, শিরোপানি নায়েক (৫৬) নামে ওই ব্যক্তি ওড়িশার বোলারি থেকে যকৃতের সমস্যা নিয়ে ওই হাসপাতালে চিকিত্সার জন্য এসেছিলেন। ৫ সেপ্টেম্বর তিনি ভর্তি হন। এ দিন সকালে হঠাত্ই তাকে হাসপাতালের সামনে পড়ে যেতে দেখা যায়। তাঁকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার সময় ওই ব্যক্তি শৌচাগারে গিয়েছিলেন। সে সময় কোনও নার্স ওই রোগীর কাছে ছিলেন না। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।