Advertisement
১১ মে ২০২৪

বন্দি থেকে দায়িত্ব পালন কী ভাবে, মদনের হলফনামা চায় কোর্ট

জেলে বন্দি থেকে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র কী করে তাঁর পদের দায়িত্ব পালন করছেন, তা তাঁকে আদালতে হলফনামা দাখিল করে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারে রাজ্য সরকারকেও আদালতে হলফনামা দিতে হবে।

মদন মিত্র। —ফাইল চিত্র।

মদন মিত্র। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৭
Share: Save:

জেলে বন্দি থেকে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র কী করে তাঁর পদের দায়িত্ব পালন করছেন, তা তাঁকে আদালতে হলফনামা দাখিল করে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারে রাজ্য সরকারকেও আদালতে হলফনামা দিতে হবে।

জেলে বন্দি থেকে রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র কী করে তাঁর দায়িত্ব পালন করছেন, সেই প্রশ্ন তুলে গত ১৬ জানুয়ারি জনস্বার্থে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। জনস্বার্থে ওই মামলা দায়ের করেছেন আইনজীবী শুভ্রজিৎ ভাদুড়ি ও অনঙ্গজিৎ চট্টোপাধ্যায় নামে এক সমাজকর্মী।

তাঁদের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য এ দিন জানান, ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মদন মিত্র ও রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা দিতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই দু’টি হলফনামা পাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করতে হবে মামলার আবেদনকারীদের। এ দিন আদালতে মন্ত্রী মদন মিত্রের পক্ষে দাঁড়ান আইনজীবী অনিন্দ্য মিত্র এবং রাজ্য সরকারের পক্ষে দাঁড়ান অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ছয় সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

সারদা রিয়েলটি মামলায় অভিযুক্ত ক্রীড়া ও পরিবহণমন্ত্রী মদন মিত্র সিবিআইয়ের হাতে গ্রেফতার হন গত বছরের ১২ ডিসেম্বর। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, সারদা-গোষ্ঠী থেকে আর্থিক ভাবে লাভবান হওয়ার অভিযোগ দায়ের করেছে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madan mitra saradha scam cbi affidavit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE