Advertisement
E-Paper

পল ম্যাককার্টনির ‘অ্যানাদার গার্ল’ মনে করাবে বিটলসকে

১৯৬৫। রিচার্ড লেস্টারের পরিচালনায় ‘হেল্প’ ছবিটি মুক্তি পায়। ষাট দশকে এ আর এমন কী ব্যাপার! ব্যাপার অবশ্যই আছে। ছবিটির ‘রয়্যাল ওয়ার্ল্ড প্রিমিয়র’ হয়েছিল লন্ডন প্যাভিলিয়ন থিয়েটরে, ২৯ জুলাই। এবং সেই প্রিমিয়র শো হয় রাজকুমারী মার্গারেট তথা স্নোডনের কাউন্টেসের ‌উপস্থিতিতে। এ তো গেল রাজারানির কথা। এখনও বাকি অনেক তথ্য। এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন ‘দ্য বিটলস’ খ্যাত জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৫ ১৯:৫৬

১৯৬৫। রিচার্ড লেস্টারের পরিচালনায় ‘হেল্প’ ছবিটি মুক্তি পায়। ষাট দশকে এ আর এমন কী ব্যাপার! ব্যাপার অবশ্যই আছে। ছবিটির ‘রয়্যাল ওয়ার্ল্ড প্রিমিয়র’ হয়েছিল লন্ডন প্যাভিলিয়ন থিয়েটরে, ২৯ জুলাই। এবং সেই প্রিমিয়র শো হয় রাজকুমারী মার্গারেট তথা স্নোডনের কাউন্টেসের ‌উপস্থিতিতে। এ তো গেল রাজারানির কথা। এখনও বাকি অনেক তথ্য। এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন ‘দ্য বিটলস’ খ্যাত জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার। হাল্কা মেজাজের এই ছবি বিটলস অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। একই বছর মুক্তি পায় ‘হেল্প’ নামে তাদের মিউজিক অ্যালবামও। ’৬৫-র ফেব্রুয়ারিতে রেকর্ডিং করা ‘অ্যানাদার গার্ল’ গানটি ব্যবহৃত হয় এই ছবিতে। শোনা যায় টিউনিসিয়ার এক রিসর্টে ছুটি কাটানোর সময় গানটি লেখেন ম্যাককার্টনি। কিন্তু, এই গান কখনও কোনও স্টেজ শোয়ে শোনা যায়নি।

দ্য বিটলসের যাত্রা শুরু ১৯৬০ সালে, লিভারপুলে। তার পর দীর্ঘ দশ বছরে চারমূর্তির অবদান রক মিউজিককে এক নতুন স্তরে নিয়ে যায়। ১৯৭০ সাল বিশ্ব তাদের ভাঙন দেখে। পরবর্তীকালে লেনন ও হ্যারিসনের মৃত্যু পরে ম্যাককার্টনি ও স্টার এখনও তাঁদের নিজ নিজ সঙ্গীত জীবনে বহাল রয়েছেন।

সঙ্গীত বিশ্বের এই প্রবাদপ্রতিম রক-ব্যান্ড প্রায় ৫০ বছর আগে টোকিও শহরের ‘নিপ্পন বুডোকান’ খোলা মঞ্চে পারফর্ম করেন। মঙ্গলবার আরও এক বার ‘দ্য বিটলস’-এর সেই রেশ টেনে আনলেন পল ম্যাককার্টনি। ৭২ বছরের গায়কের গলায় এই প্রথম বার মঞ্চে শোনা গেল ‘অ্যানাদার গার্ল’! টোকিওবাসীকে তাক লাগিয়ে কয়েক মুহূর্তের জন্য ম্যাককার্টনি ফিরিয়ে এনেছিলেন সেই চারমূর্তিকে।

The Beatles Paul McCartney John Lennon George Harrison Ringo Starr Help Nippon Budokan Tokyo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy