Advertisement
E-Paper

স্থলসীমান্ত চুক্তি যেন বার্লিন প্রাচীর ভাঙার সমতূল: মোদী

“বার্লিন প্রাচীর ভাঙার ঘটনার থেকে ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তির তাৎপর্য কোনও অংশে কম নয়।” বাংলাদেশ সফরের শেষ মুহূর্তে এমন মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর সফরের শেষ দিনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলার কথা বলেন মোদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ১৯:৫২
ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

“বার্লিন প্রাচীর ভাঙার ঘটনার থেকে ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তির তাৎপর্য কোনও অংশে কম নয়।” বাংলাদেশ সফরের শেষ মুহূর্তে এমন মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর সফরের শেষ দিনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলার কথা বলেন মোদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক মানবতাবাদের ইতিহাসে বার্লিন প্রাচীর ভাঙার গুরুত্ব অপরিসীম। সে কথা মাথায় রেখেই মোদীর এই বক্তব্যে বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

এ দিন অনুষ্ঠানের শুরুতেই চমক! হিন্দি বা ইংরেজি নয়, নিজের বক্তৃতা শুরু করলেন বাংলায়। ভাঙা উচ্চারণে তিনি বলেন, “আমরা তোমার পাশে আছি। আমরা তোমাকে সঙ্গে নিয়ে চলব।” এর পর অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন করলেন, “আমার বাংলা কেমন?”

স্থলসীমান্ত চুক্তি ছাড়াও হিংসার বিরুদ্ধে সব ধর্মাবলম্বী মানুষদের একজোট হওয়ার কথা বলেন তিনি। মোদী বলেন, “ঈশ্বর বা আল্লাহ— আমরা যাঁকেই বিশ্বাস করি না কেন, মানবতায় বিশ্বাসী সকলকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে।”

land boundary agreement berlin wall fall modi berlin wall modi bangladesh visit modi bengali accent modi bengali dialogue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy