Advertisement
E-Paper

মধ্যপ্রদেশের রাজ্যপালের ছেলের রহস্যময় মৃত্যু

মধ্যপ্রদেশের রাজ্যপাল রামনরেশ যাদবের ছেলে শৈলেশ যাদবের রহস্যময় মৃত্যু। বুধবার, তাঁর লখনউয়ের বাড়িতে বছর পঞ্চাশের শৈলেশের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৫ ১৬:১১

মধ্যপ্রদেশের রাজ্যপাল রামনরেশ যাদবের ছেলে শৈলেশ যাদবের রহস্যময় মৃত্যু। বুধবার, তাঁর লখনউয়ের বাড়িতে বছর পঞ্চাশের শৈলেশের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

পারিবারিক সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত পুলিশ মৃত্যুর কারণ নিয়ে কিছু বলতে নারাজ। শৈলেশের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইতিপূর্বে মধ্যপ্রদেশ প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল শৈলেশের। পারিবারিক বন্ধু তথা কংগ্রেস নেতা সত্যদেব ত্রিপাঠী বলেন, “মধ্যপ্রদেশ প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর থেকেই শৈলেশ খুব অবসাদে ভুগত। সে কারণেই এই অকস্মাত্ মৃত্যু বলে মনে হয়।”

প্রসঙ্গত, ব্যাপক কেলেঙ্কারিতে অভিযুক্ত রাজ্যপালও এই মুহূর্তে শ্বাসকষ্টের জন্য ভোপাল হাসপাতালে চিকিত্সাধীন। সংবাদ সূত্রে খবর, ছেলের মৃত্যুর খবর পেয়ে তাঁর অবস্থার অবনতি হয়েছে।

Madhya Pradesh Governor Ram Naresh Yadav Shailesh Yadav Madhya Pradesh Professional Examination Board scam MPPEB Vyapam scam Satyadeo Tripathi Bhopal hospital mysterious dead madhya pradesh board exam scam mp exam scam latest news governor son mysterious dead
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy