Advertisement
E-Paper

করাচিতে দলীয় সভায় গ্রেনেড হামলা, জখম ৩ সাংসদ-সহ ২০

পাকিস্তানের করাচিতে মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট (এমকিউএম)-এর সভায় গ্রেনেড হামলায় আহত হলেন দলের তিন সাংসদ-সহ কুড়ি জন। শনিবার ভোরে করাচির অরেঞ্জি টাউন এলাকায় এমকিউএম-এর সভায় এই হামলা হয়। আহত তিন সাংসদ হলেন মহম্মদ হোসেন, শেখ আব্দুল্লাহ, এবং সইফুদ্দীন খালিদ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ১৪:০৫

পাকিস্তানের করাচিতে মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট (এমকিউএম)-এর সভায় গ্রেনেড হামলায় আহত হলেন দলের তিন সাংসদ-সহ কুড়ি জন। শনিবার ভোরে করাচির অরেঞ্জি টাউন এলাকায় এমকিউএম-এর সভায় এই হামলা হয়। আহত তিন সাংসদ হলেন মহম্মদ হোসেন, শেখ আব্দুল্লাহ, এবং সইফুদ্দীন খালিদ।

এমকিউএম নেতা ওয়াসে জলিল বলেন, “অরেঞ্জি টাউনে দলের সদস্য পদ বিতরণ প্রক্রিয়ায় অংশ নিতে প্রচুর লোক হাজির হয়েছিলেন। সেই সময় সভায় গ্রেনেড ছোড়া হয়। বিস্ফোরণে ২০ জন আহত হন।” হামলার নিন্দা করেছেন এমকিউএম প্রধান আলতাফ হোসেন। কর্মীদের উদ্দেশ্যে হোসেন বলেন, “মনোবল হারালে চলবে না, শান্তিপূর্ণ ভাবে লড়াই চালাতে হবে।”

হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর শাখা সংগঠন জামাত-উল-আহরার। পাক-তালিবানের বিরুদ্ধে সোচ্চার হওয়া রাজনৈতিক দলগুলি তাদের হিট লিস্টে রয়েছে বলে সম্প্রতি এক সাক্ষাত্কারে দাবি করেছেন জামাতের মুখপাত্র এহসানুল্লাহ এহসান। ভবিষ্যতে এমকিউএম ছাড়াও পিপিপি এবং আওয়ামি ন্যাশনাল পার্টির বিরুদ্ধেও এমন আরও হামলা চালানো হবে হুঁশিয়ারী দিয়েছেন ওই জঙ্গি নেতা।

karachi grenade attack mkm MQM MPAs 20 injured Karachi grenade attack Sheikh Abdullah national news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy