Advertisement
E-Paper

শহরে প্রধানমন্ত্রী, সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজভবনে

আসার কথা ছিল বিকেল পাঁচটা নাগাদ। এলেন নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে। শনিবার বিকেল ৪টে ২৩ মিনিটে বায়ু সেনার বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ১৭:২৫
দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা রাজ্যপালের। পাশে অর্থমন্ত্রী অমিত মিত্র।

দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা রাজ্যপালের। পাশে অর্থমন্ত্রী অমিত মিত্র।

আসার কথা ছিল বিকেল পাঁচটা নাগাদ। এলেন নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে। শনিবার বিকেল ৪টে ২৩ মিনিটে বায়ু সেনার বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার তিনি এ রাজ্যে এলেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্বভাবতই বিমানবন্দরে কড়া নিরাপত্তা ছিল। তাঁর বিমান পৌঁছনোর প্রায় এক ঘণ্টা আগে থেকে বিমানবন্দরে অন্যান্য বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। দু’দিনের এই সফরে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গিয়েছে।


দমদম বিমানবন্দরে নামার পর জনগণের উদ্দেশে হাত নাড়ালেন তিনি।

সূত্রের খবর, বিমানবন্দর থেকে তিনি রেস কোর্সের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে সড়ক পথে প্রথমে তিনি নজরুল মঞ্চ যাবেন। তার পর শিশুমঙ্গল হাসপাতাল হয়ে রাত আটটা নাগাদ রাজভবন পৌঁছবেন। নৈশভোজের সঙ্গে সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিট বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু দাবি পেশ করবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যপাল এবং রাজ্যের অর্থমন্ত্রীও। পরবর্তী ৪৫ মিনিট বরাদ্দ রেখেছেন দলের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য। রবিবারও প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি দক্ষিণেশ্বর, বেলুড় মঠ থেকে আসানসোল যাবেন। সেখান থেকে ইস্কোয় যাওয়ার কথা তাঁর।

ছবি: দেশকল্যাণ চৌধুরী।

prime minister narendra modi kolkata mamata bandopadhyay trinamool west bengal rahul sinha governor keshari nath tripathi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy