Advertisement
E-Paper

আন্দামানে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির আশঙ্কা কম

নেপালের আতঙ্ক কাটতে না কাটতেই আবার ভূমিকম্প। এ বার আন্দামানে। শুক্রবার দুপুর ২টো ২৪ মিনিটে আন্দামানে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। পোর্ট ব্লেয়ারের ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এই ভূমিকম্পের উৎসস্থল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৫ ১৭:০৭

নেপালের আতঙ্ক কাটতে না কাটতেই আবার ভূমিকম্প। এ বার আন্দামানে। শুক্রবার দুপুর ২টো ২৪ মিনিটে আন্দামানে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। পোর্ট ব্লেয়ারের ১৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এই ভূমিকম্পের উৎসস্থল। তবে আন্দামানে ভূমিকম্প নতুন কিছু নয়। গত এক মাসে আন্দামানে এই নিয়ে একই মাত্রার তিনটি ভূমিকম্প হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ২০০৪ সালে ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়েছিল। সেই সুনামিতে আন্দামানে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণ যায়। ঘর ছাড়তে হয়েছিল প্রায় ৪০ হাজার মানুষকে। ২০১২-য় ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা জারি হয়েছিল। তখন আন্দামানের নিচু এলাকা থেকে অনেককে উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

অন্য দিকে, নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছ’হাজার ছাড়িয়ে গিয়েছে। আশঙ্কা, মৃতের সংখ্যা ১৫ হাজার ছুঁতে পারে। এ দিন ভূমিকম্প হয় পাপুয়া-নিউগিনিতেও। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১।

Andaman earthquake Papua New Guinea earthquake earthquake latest news 1st may earthquake
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy