Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ট্যাক্সিচালককে মারধরে অভিযুক্ত পুলিশ

ট্যাক্সিচালককে মারধরের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকতলা মোড়ের কাছে। শনজ সাউ নামে আহত ওই ট্যাক্সিচালকের বাড়ি আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার রাধাপ্রসাদ লেনে। ঘটনার পরে এ দিন আহত অবস্থায় অন্য ট্যাক্সিচালকেরা চিকিৎসার জন্য তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ অফিসার কলকাতা পুলিশের উল্টোডাঙা ট্রাফিক গার্ডের সার্জেন্ট। তিনি অবশ্য এই অভিযোগ মানতে চাননি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ২০:৪৩
Share: Save:

ট্যাক্সিচালককে মারধরের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকতলা মোড়ের কাছে। শনজ সাউ নামে আহত ওই ট্যাক্সিচালকের বাড়ি আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার রাধাপ্রসাদ লেনে। ঘটনার পরে এ দিন আহত অবস্থায় অন্য ট্যাক্সিচালকেরা চিকিৎসার জন্য তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ অফিসার কলকাতা পুলিশের উল্টোডাঙা ট্রাফিক গার্ডের সার্জেন্ট। তিনি অবশ্য এই অভিযোগ মানতে চাননি।

পুলিশ সূত্রে খবর, এ দিন মানিকতলা এবং সুকিয়া স্ট্রিটের কাছে ট্যাক্সি পার্ক করে দাঁড়িয়েছিলেন শনজ। সে সময়ে সেখানে আসেন উল্টোডাঙা ট্রাফিক গার্ডের ওই সার্জেন্ট। অভিযোগ, তিনি বেআইনি পার্কিংয়ের অভিযোগে শনজকে জরিমানা করেন। পুলিশের কাছে শনজের অভিযোগ, জরিমানাকে কেন্দ্র করে ওই সার্জেন্টের সঙ্গে তাঁর বচসা বাধে। আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগে তিনি বলেন, বচসা চলাকালীন আচমকাই ওই সার্জেন্ট তাঁর উপর চড়াও হয়ে মারধর শুরু করেন। পরে অন্য ট্যাক্সিচালকেরা ছুটে এলে সার্জেন্ট এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ। স্থানীয় সিটু নেতা রঘুনাথ পাণ্ডের অভিযোগ, ওই সার্জেন্টের মারে পিঠে এবং ঘাড়ে চোট পেয়েছেন ওই ট্যাক্সিচালক।

পুলিশ জানায়, রাত পর্যন্ত ঘটনার কোন প্রতক্ষ্যদর্শী পাওয়া যায়নি। পুলিশ জানায়, ওই ট্যাক্সিচালক যে জায়গায় ঘটনার কথা বলেছেন, সেখানে সব সময়ে সাধারণ মানুষের ভিড় থাকে। প্রকাশ্যে পুলিশ কাউকে মারধর করে এলাকা ছেড়ে চলে যাবে, তা সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE