Advertisement
০২ জুন ২০২৪

শ্রীরামপুর কোর্টে পেশ মনোজ নাগেলকে

যাঁদের টাকা আছে, তাঁরা জামিন পেয়ে যাচ্ছেন। আর তাঁর টাকা নেই বলে জেল থেকে বেরোতে পারছেন না। বক্তার নাম মনোজ নেগাল। সারদা গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর। বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর আদালতে তোলা হয় মনোজকে। আদালত থেকে বের করার সময় ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “টাকা থাকলেই সব হয়। যাঁদের টাকা আছে, তাঁরা জামিন পাচ্ছেন।” সারদা কেলেঙ্কারিতে জড়িত এমন কেউ আছেন, যিনি বা যাঁরা গ্রেফতার হননি? মনোজের উত্তর, “সবাইকে ধরলে জেল ভর্তি হয়ে যেত।” কাদের দিকে ইঙ্গিত করলেন তিনি, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় আদালত চত্বরে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর আদালতে তোলা হয় মনোজকে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর আদালতে তোলা হয় মনোজকে।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭
Share: Save:

যাঁদের টাকা আছে, তাঁরা জামিন পেয়ে যাচ্ছেন। আর তাঁর টাকা নেই বলে জেল থেকে বেরোতে পারছেন না। বক্তার নাম মনোজ নেগাল। সারদা গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর। বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর আদালতে তোলা হয় মনোজকে। আদালত থেকে বের করার সময় ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “টাকা থাকলেই সব হয়। যাঁদের টাকা আছে, তাঁরা জামিন পাচ্ছেন।” সারদা কেলেঙ্কারিতে জড়িত এমন কেউ আছেন, যিনি বা যাঁরা গ্রেফতার হননি? মনোজের উত্তর, “সবাইকে ধরলে জেল ভর্তি হয়ে যেত।” কাদের দিকে ইঙ্গিত করলেন তিনি, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় আদালত চত্বরে।

সারদা কাণ্ডে মোট ৪৪টি মামলায় নাম ছিল মনোজের। বাকি সব মামলায় জামিন পেলেও শুধু শ্রীরামপুর থানার একটি মামলাতেই (কেস নম্বর ১৫২/১৩) তিনি এখনও জেলে। এ দিন সেই মামলাতেই শ্রীরামপুরে আনা হয়েছিল তাঁকে। মনোজের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা অবশ্য জামিনের বিষয়ে সিবিআইয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, “সারদা কাণ্ডে সিবিআই মনোজকে গ্রেফতার করেনি। এবং এই মামলাটি তাদের মামলায় নেয়নি। সিবিআই অন্য মামলাগুলি করছে বলেই নিম্ন আদালতে জামিন মঞ্জুর হচ্ছে না।”

এ দিন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কেও শ্রীরামপুর আদালতে নিয়ে আসা হয়। কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে এজলাসে তোলা হয় তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saradha scam manoj nagel sudipta sen cbi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE