শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ হল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিলে। মূলত ন্যূনতম কাজের দিন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার ওই কারখানায় কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন কারখানার হাজার চারেক শ্রমিক।
গত কয়েক মাস ধরেই ওই কারখানায় সপ্তাহে কখনও তিন কখনও বা চার দিন ধরে কাজ হচ্ছিল। প্রতিটি কাজের দিনেই তিন বা চারটি শিফটে কাজ হত। ন্যূনতম কাজের দিন নিয়ে বেশ কিছু দিন ধরেই ক্ষুব্ধ ছিলেন শ্রমিকেরা। শিফট নিয়ে কোনও অভিযোগ না থাকলেও তাদের একাংশের দাবি ছিল, ন্যূনতম কাজের দিন বাড়িয়ে পাঁচ করতে হবে। যদিও মালিকপক্ষ সে দাবি মানতে নারাজ। তাদের মতে, কারখানায় জন্য যে পরিমাণ কাজের বরাত রয়েছে তাতে তিন-চারটি শিফটে তিন দিন করে শ্রমিকদের কাজ দেওয়া যেতে পারে। লোকসানে চলা কারখানায় এর বেশি কাজের দিন রাখা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন মালিকপক্ষ।
শ্রমিকরা স্বেচ্ছায় কাজ বন্ধ করেছেন বলে এ দিনের কর্মবিরতির দায় ঝেড়ে ফেলতে চাইছেন তারা। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। কারখানার এক শ্রমিক রাজু যাদব বলেন, “আচমকাই কারখানার কাজের দিন কমানো হয়েছে। আমরা সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি করেছিলাম। এ বিষয়ে মালিকদের জানিয়ে কোনও সদুত্তর মেলেনি।”
শ্রমিকদের কাজ বন্ধের পর এ দিন মালিকপক্ষ কারখানার গেটের বাইরে নোটিস ঝুলিয়ে জানিয়ে দেয়, কাজ না করলে শ্রমিকদের মজুরিও বন্ধ থাকবে।
দু’পক্ষের মধ্যে রফাসূত্র খুঁজতে এগিয়ে আসেন ভাটপাড়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। একে সাময়িক সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, “দু’পক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে। আশা করা হচ্ছে, দু’এক দিনের মধ্যেই কারখানার কাজকর্ম স্বাভাবিক হবে।”