Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কারাটের বিদায়, সিপিএমের নতুন কাণ্ডারী সীতারামই

সব জল্পনার অবসান ঘটিয়ে সিপিএমের নতুন সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি। দলের ২১তম পার্টি কংগ্রেসের শেষ দিনে রবিবার ইয়েচুরিকেই সাধারণ সম্পাদক হিসাবে বেছে নিয়েছে সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটি। শীর্ষ পদে আসার পরে ইয়েচুরি বলেছেন, “দল যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছে, সাধ্যমতো তা পালন করার চেষ্টা করব। দলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। সকলকে সঙ্গে নিয়ে যৌথ ভাবেই আমাদের দল পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগোবে।”

পা্র্টি কংগ্রেসের এক সাংবাদিক সম্মেলনে সীতারাম ইয়েচুরি। ছবি: পিটিআই।

পা্র্টি কংগ্রেসের এক সাংবাদিক সম্মেলনে সীতারাম ইয়েচুরি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৫ ১৪:২২
Share: Save:

সব জল্পনার অবসান ঘটিয়ে সিপিএমের নতুন সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি। দলের ২১তম পার্টি কংগ্রেসের শেষ দিনে রবিবার ইয়েচুরিকেই সাধারণ সম্পাদক হিসাবে বেছে নিয়েছে সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটি। শীর্ষ পদে আসার পরে ইয়েচুরি বলেছেন, “দল যে গুরু দায়িত্ব আমাকে দিয়েছে, সাধ্যমতো তা পালন করার চেষ্টা করব। দলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। সকলকে সঙ্গে নিয়ে যৌথ ভাবেই আমাদের দল পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগোবে।”

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ইয়েচুরি দলের সাধারণ সম্পাদক হওয়ায় সিপিএমের বঙ্গ ব্রিগেড খুশি। প্রকাশ কারাটের নেতৃত্বাধীন দিল্লির এ কে জি ভবনের সঙ্গে আলিমুদ্দিনের দ্বন্দ্বে বরাবর ইয়েচুরিকে পাশে পেয়েছে বঙ্গ সিপিএম। এখন সঙ্কটের সময় তিনি দলের কাণ্ডারী হওয়ায় সিদ্ধান্ত নিতে তাঁদের সুবিধা হবে বলেই বাংলা নেতৃত্বের আশা। সংসদের ভিতরে-বাইরে সর্বভারতীয় ক্ষেত্রে ইয়েচুরিই এই মুহূর্তে সিপিএমের সবচেয়ে পরিচিত মুখ। কারাটের জায়গায় তাঁর স্থলাভিষিক্ত হওয়া দলের ভাবনাচিন্তায় নতুন গতি আনবে বলেই পার্টি কংগ্রেসের প্রতিনিধিদের সিংহভাগের আশা।
শীর্ষ পদের মুখ বদলের প্রক্রিয়া অবশ্য খুব সহজে হয়নি। শনিবার গভীর রাত পর্যন্ত দলের বিদায়ী পলিটব্যুরো এই প্রশ্নের মীমাংসার জন্য দীর্ঘ আলোচনা চালিয়েছে। সিপিএম সূত্রের খবর, কেরলের নেতৃত্ব নতুন সম্পাদক চাইছিলেন এস রামচন্দ্রন পিল্লাইকে, আর ত্রিপুরা এবং বাংলার নেতারা ছিলেন ইয়েচুরির পক্ষে। এর পর এ দিন সকালে দলের বিদায়ী কেন্দ্রীয় কমিটির কাছে পিল্লাইয়ের নাম প্রস্তাব করা হলে প্রবল বিরোধিতা করেন কেরলের বিরোধী দলনেতা তথা সিপিএমের প্রতিষ্ঠাতা সদস্য ভি এস অচ্যুতানন্দন। বস্তুত বাংলা ও ত্রিপুরা-সহ দলের নিচুতলার মনোভাব কেন্দ্রীয় কমিটির সামনে তুলে ধরেন ভি এস-ই। তাঁর নামে ঐকমত্য হচ্ছে না দেখে এর পরে সরে দাঁড়ান পিল্লাই নিজেই। তার ফলে আর ভোটাভুটির প্রয়োজন হয়নি। পরে নতুন কেন্দ্রীয় কমিটির সামনে শুধু ইয়েচুরির নামই প্রস্তাব করা হয় এবং সর্বসম্মতিতে তা গৃহীত হয়। কারাটের কথায়, “বিদায়ী সম্পাদক হিসাবে নতুন কেন্দ্রীয় কমিটিতে আমি সীতারামের নামই প্রস্তাব করেছি।”
পার্টি কংগ্রেস থেকে এ বার যে ১৬ সদস্যের নতুন পলিটব্যুরো গঠিত হয়েছে তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে। পলিটব্যুরোর নতুন মুখ হিসাবে এসেছেন এ রাজ্যের বর্তমান সাংসদ মহম্মদ সেলিম ও প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা। পলিটব্যুরো থেকে বাদ গিয়েছেন কৃষক নেতা কে বরদারাজন। বৃন্দা কারাটের পরে পলিটব্যুরোর দ্বিতীয় মহিলা মুখ হিসাবে অন্তর্ভুক্তি ঘটেছে সুভাষিণী আলির। এ ছাড়াও এ বারের পলিটব্যুরোর নতুন মুখ তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক জি রাধাকৃষ্ণণ। বুদ্ধবাবু, নিরুপমবাবু এবং কেরলের ভি এস-কে কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত হিসাবে রাখা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে নতুন মুখ এসেছেন শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম এবং মহিলা সংগঠনের দুই নেত্রী মিনতি ঘোষ ও অঞ্জু কর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE