Advertisement
১১ মে ২০২৪

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন কীর্ণাহারে

ফের তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বে রক্ত ঝরল নানুরে! দিনের আলোয় পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কীর্ণাহার ১ পঞ্চায়েত অফিসের সামনের ওই ঘটনায় নাম জড়াল দলেরই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ডানহাত বলে পরিচিত অভিজিৎ সিংহের (রানা)।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৫ ১৮:৪৫
Share: Save:

ফের তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বে রক্ত ঝরল নানুরে!

দিনের আলোয় পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কীর্ণাহার ১ পঞ্চায়েত অফিসের সামনের ওই ঘটনায় নাম জড়াল দলেরই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ডানহাত বলে পরিচিত অভিজিৎ সিংহের (রানা)। পুলিশ জানায়, নিহত আখের আলির (৩৬) বাড়ি স্থানীয় কাফেরপুর গ্রামে। নিহত ওই তৃণমূল কর্মী দলের জেলা সভাপতির অনুগামীদের বিরোধী বলে পরিচিত, নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ (কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ সাহানেওয়াজের ভাই) গোষ্ঠীর হয়ে কাজ করতেন।

এ দিনই নিহতের সঙ্গী এবং নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করে কাফেরপুরেরই মানোয়ার শেখ অভিজিৎ সিংহ-সহ ১৮ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের জেলা কমিটির সদস্য অভিজিৎবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kirnahar murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE