Advertisement
E-Paper

চাঁদার জুলুম, হাওড়ায় আক্রান্ত টোটোচালক

ক্লাব তৈরির নামে জোর করে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হল এক ব্রেন টিউমারে আক্রান্ত এক অসুস্থকে। আহত মন্টু সেনাপতি পেশায় টোটোচালক। ঘটনাটি ঘটেছে হাওড়ার পঞ্চাননতলায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এলাকার স্থানীয় কিছু যুবক ক্লাব তৈরির জন্য চাঁদা আদায় করতে থাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ১৪:৫১

ক্লাব তৈরির নামে জোর করে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হল এক ব্রেন টিউমারে আক্রান্ত এক অসুস্থকে। আহত মন্টু সেনাপতি পেশায় টোটোচালক। ঘটনাটি ঘটেছে হাওড়ার পঞ্চাননতলায়।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ এলাকার স্থানীয় কিছু যুবক ক্লাব তৈরির জন্য চাঁদা আদায় করতে থাকে। এলাকার টোটোচালক মন্টু সেনাপতির কাছ থেকে দু’শো টাকা দাবি করা হয়। মন্টুবাবু তা দিতে অস্বীকার করলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত মন্টুবাবুকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এলাকার টোটোচালকেরা জোটবদ্ধ হয়ে হাওড়ার চ্যাটার্জিহাট থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু হয় পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পুলিশ। অভিযুক্তদের ধরার আশ্বাসে ওঠে অবরোধ। প্রায় দেড় ঘন্টা অবরোধের ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

আহত ওই টোটোচালক ব্রেন টিউমারে আক্রান্ত। রামরাজাতলার বাসিন্দা ওই যুবকের পারিবারিক অবস্থা বেশ খারাপ। এলাকার লোকজনের কাছ থেকে সাহায্য নিয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি দিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ওই চাঁদা তোলা। নিজে থেকে কেউ চাঁদা দিলে ভাল, না হলে চলে জুলুমবাজি। মাসখানেক ধরে এমনটাই চলে আসছে। চাঁদা দেওয়ার হাত থেকে বাদ পড়েননি নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী, এমনকী পথচারীরাও। সব জেনেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

Toto Driver howrah beaten badly subscription injury hospital state news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy