Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাগডোগরা বিমানবন্দরে ধৃত দুই সোনা পাচারকারী

বেআইনি ভাবে সোনা পাচারের অভিযোগে বিমানের দুই যাত্রীকে গ্রেফতার করল শুল্ক দফতর। বুধবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে তল্লাশি করার সময়েই শুল্ক দফতর তাদের গ্রেফতার করে। শুল্ক দফতর সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বাচ্চাদের ডাইপারের মধ্যে লুকিয়ে তারা সোনা পাচার করছিল বলে অভিযোগ।

নিজস্ব স‌ংবাদদাতা
শেষ আপডেট: ২১ মে ২০১৫ ১৪:৫৩
Share: Save:

বেআইনি ভাবে সোনা পাচারের অভিযোগে বিমানের দুই যাত্রীকে গ্রেফতার করল শুল্ক দফতর। বুধবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে তল্লাশি করার সময়েই শুল্ক দফতর তাদের গ্রেফতার করে। শুল্ক দফতর সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে এক কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বাচ্চাদের ডাইপারের মধ্যে লুকিয়ে তারা সোনা পাচার করছিল বলে অভিযোগ।

শুল্ক দফতর জানিয়েছে, ওই দিন সন্ধ্যায় ব্যাঙ্কক থেকে বিমানে বাগডোগরা পৌঁছয় ওই দু’জন। তাঁদের কাছে ৪৩৪টি ডাইপার ছিল। যা দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের অফিসারেদের। পরে ডাইপারের মধ্যে থেকেই সোনা উদ্ধার করেন অফিসারেরা। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদলতে তোলা হবে। শুল্ক দফতরের তরফে তাদের জেল হেফাজতের আবেদন করা হবে বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE