Advertisement
২৯ এপ্রিল ২০২৪

আঠারোতম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় সেরেনার

মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্টের সঙ্গে ট্রফি হাতে সেরেনা। ছবি: রয়টার্স।

মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্টের সঙ্গে ট্রফি হাতে সেরেনা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১৬:১৯
Share: Save:

আঠারোতম গ্র্যান্ড স্ল্যাম খেতাব হিসেবে যুক্তরাষ্ট্র ওপেন জিতে নজির গড়লেন সেরেনা উইলিয়ামস। রবিবার যুক্তরাষ্ট্র ওপেনের সিঙ্গলস জয়ের ফলে মহিলাদের খেতাবজয়ীদের তালিকায় মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টের সঙ্গে চার নম্বরে উঠে এলেন তিনি।

ব্যক্তিগত জীবনে বন্ধুত্ব থাকলেও ফাইনালে ক্যারেলিন ওজনিয়াকিকে রেয়াত করেননি বিশ্বের এক নম্বর সেরেনা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের বান্ধবীকে স্ট্রেট সেটে হারালেন তিনি। ফল ৬-৩, ৬-৩। ফ্লাশিং মেডোয় এই নিয়ে টানা তিন বার খেতাব জয়ের ফলে আরও একটি রেকর্ডও করলেন সেরেনা। ওপেন যুগে ক্রিস এভার্ট ছাড়াও তিনিই যুক্তরাষ্ট্র ওপেন জয়ের হ্যাটট্রিক করলেন।

রবিবার ফাইনালে উপস্থিত ছিলেন দুই কিংবদন্তি— মার্টিনা নাভ্রাতিলোভা এবং ক্রিস এভার্ট। জয়ের পরে ট্রফির সঙ্গে সেরেনাকে ‘১৮’ লেখা একটি সোনার ব্রেসলেটও উপহার দেন মার্টিনা। উচ্ছ্বসিত সেরেনা বলেন, “আমি কখনই ভাবিনি, আপনি গ্রেটদের সঙ্গে আমার নাম উল্লেখ করবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

us open serena
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE