টর্নেডোর দাপটে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ গেল ১২ জনের। রবিবার সন্ধ্যার এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য এবং দক্ষিণাঞ্চলের ওকলাহামা এবং আরকানসাসও। সরকারি সূত্রে খবর, আরকানসাসের ফকনার এবং পুলাস্কি কাউন্টিতে ১০ জনের মৃত্যু হয়েছে। হোয়াইট কাউন্টিতে মারা গিয়েছেন এক জন।
ঝড়ের দাপটে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফকনারের ভিলোনিয়া টাউন। এখানে ভেঙে পড়ে প্রায় ৬০টি বাড়ি। মেফ্লাওয়ার টাউনেও এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু জায়গায় গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুত্ পরিষেবা ব্যাহত হওয়ার কারণে অন্ধকারে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমনই, ৪০ নম্বর ইন্টারস্টেটে যান চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে। ওটাওয়ার কোয়াপ অঞ্চলে ঘরবাড়ির পাশাপাশি ভেঙে পড়ে দমকল দফতরও। এখনও উদ্ধারের কাজ চলছে।