Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইরাকে সর্বদলীয় সরকারে ঘোর আপত্তি মালিকির

ইরাকে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী নূর আল-মালিকি। বুধবার তিনি জানান, সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব সংবিধান বিরোধী। এই প্রস্তাব ইরাকের গণতান্ত্রিক ব্যবস্থারও বিপক্ষে। যাঁরা এই দাবি করছেন, তাঁরা ইরাকের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন বলে তিনি অভিযোগ করেন।

কারামে সীমান্তে টহল দিচ্ছে জর্ডনের সেনারা।

কারামে সীমান্তে টহল দিচ্ছে জর্ডনের সেনারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৪ ২১:০৬
Share: Save:

ইরাকে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী নূর আল-মালিকি। বুধবার তিনি জানান, সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব সংবিধান বিরোধী। এই প্রস্তাব ইরাকের গণতান্ত্রিক ব্যবস্থারও বিপক্ষে। যাঁরা এই দাবি করছেন, তাঁরা ইরাকের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন বলে তিনি অভিযোগ করেন। সোমবার ইরাক সফরে এসে মার্কিন বিদেশ সচিব জন কেরি চলতি মাসেই সর্বদলীয় সরকার গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছিলেন। মালিকির এই বক্তব্য সেই আশায় জল ঢেলে দিল। এতে আমেরিকার সঙ্গে মালিকির সম্পর্কের আরও অবনতি হবে এবং পরিস্থিতি খুব ঘোরালো হয়ে উঠবে বলে বিশেষজ্ঞদের মত। এ দিকে এ দিন ন্যাটোতে ইরাকের বিষয়ে আলোচনা হবে বলে খবর।

এ দিন মার্কিন সামরিক বিশেষজ্ঞদের ৯০ জনের একটি দল বাগদাদে পৌঁছয়। প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাককে সাহায্যের জন ৩০০ জন সামরিক বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। পেন্টাগনের মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল জন কিরবি জানান, এখনও পর্যন্ত ১৩০ জন সামরিক বিশেষজ্ঞ ইরাকে পৌঁছছেন। ৯০ জনের একটি দল বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ‘জয়েন্ট অপারেশন সেন্টার’-এর গঠন ও পরিচালনার দায়িত্বে থাকবেন। এর আগে স্পেশাল ফোর্সের ৪০ জন সদস্য ইরাকে কাজ শুরু করে দিয়েছেন। তাঁরা প্রধানত বাগদাদে মার্কিন দূতাবাসে ইরাকি প্রশাসনের সঙ্গে নিরাপত্তা সমন্বয়ের কাজ করছেন।

এই অঞ্চলে কাজ করেছেন এমন ৫০ জনের আরও একটি দল কয়েক দিনের মধ্যে ইরাকে পৌঁছবে বলে জন কিরবি জানান। এঁদের নিয়ে ইরাকের পরিস্থিতি খতিয়ে দেখতে চারটি দল গঠন করা হবে। জন কিরবি জানান, আমেরিকা এর মধ্যেই ইরাকে আকাশপথে পর্যবেক্ষণের কাজ চালাচ্ছে। সাধারণ বিমানের পাশাপাশি চালকবিহীন বিমানও এই কাজে ব্যবহার করা হচ্ছে। প্রতি দিন প্রায় ৩০ থেকে ৩৫ বার এই পর্যবেক্ষণ চলছে বলে তিনি জানান। নির্দেশ এলে বিমান আক্রমণের জন্য আমেরিকা প্রস্তুত বলেও কিরবি জানান।

কিরকুকে কুর্দদের উল্লাস।

এ দিনও বাইজি তেল শোধনাগারের দখল নিয়ে ইরাকি সরকার ও আইএসআইএস জঙ্গিদের পরস্পর বিরোধী দাবি শোনা গিয়েছে। বাইজি তাদের দখলে চলে গিয়েছে বলে আগের দিন জঙ্গিরা দাবি করেছিল। কিন্তু তেল শোধনাগারের দখল তাদেরই আছে বলে ইরাকের সরকারি টেলিভিশন চ্যানেলে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে, ইরাকি বায়ুসেনা বাইজিতে আক্রমণ চালাচ্ছে। এই আক্রমণে ১৯ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। ইরাকি সেনা ইরাক-জর্ডন সীমান্তে আল-ওয়ালিদ চেকপোস্টটি পুনর্দখল করেছে বলে দাবি করেছে। ইরাকি প্রশাসনের দাবি, তিকরিত-এ বোমাবর্ষণে আইএসআইএস-এর অন্যতম নেতা আলজিরিয়ার বাসিন্দা আবু ওমর আল-বাগদাদি এবং তিকরিত-এর গভর্নর আবু হাফসা-র মৃত্যু হয়েছে। বাগদাদ থেকে ৯০ কিলোমিটার উত্তরে ইয়াথ্রিবে জঙ্গিদের সঙ্গে ইরাকি সেনার সংঘর্ষে চার জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আবার তারা এই অঞ্চলের বিমানবন্দরটি দখল করে নিয়েছে বলে জঙ্গিদের তরফে পাল্টা দাবি করা হয়েছে। এই বিমানবন্দরটি মার্কিন সেনার কাছে ‘ক্যাম্প অ্যানাকোন্ডা’ বলে পরিচিত ছিল।

বাকুবার উত্তরে সাদিয়ায় কুর্দ পেশমেরগা যোদ্ধাদের সঙ্গে আইএসআইএস জঙ্গিদের প্রবল সংঘর্ষ হয়েছে। এর ফলে এই অঞ্চলের বহু বাসিন্দা ঘর ছেড়েছেন। পাশাপাশি সোমবার ইরাকের পরিবহণমন্ত্রী হামিদ আল-আমিরির নেতৃত্বে ইরাকি সেনা, শিয়া মিলিশিয়া এবং আইএসআইএস বিরোধী স্থানীয় আদিবাসীরা আইএসআইএস-এর উপর হামলা চালিয়ে উধাইম শহর দখল করে নেয়। ইরাকি সেনা সূত্রে খবর, জঙ্গিরা এই অঞ্চলের বাড়িগুলি ‘বুবি ট্র্যাপ’ করে রেখেছে। আগের দিন কারবালার পশ্চিমে নুখাইব জঙ্গিদের সঙ্গে ইরাকি সেনার সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে কারবালায় নিরাপত্তা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিন অপহৃত ভারতীয়দের উদ্ধারে বিশেষ কোনও অগ্রগতি হয়নি বলে ভারত সরকার সূত্রের খবর। এ নিয়ে আটকে পড়া ভারতীয়দের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি সূত্রে খবর, ইরাকে অনেক ভারতীয় অবৈধ ভাবে বসবাস ও কাজ করছেন। বিশেষ করে দক্ষিণ ইরাকে অবৈধ ভাবে বসবাসকারী ভারতীয়ের সংখ্যা বেশি। যদিও এই অঞ্চলটি এখনও নিরাপদ। কিন্তু আইনি জটিলতায় এঁদের উদ্ধারে আইনি সমস্যা হতে পারে।

ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

iraq
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE