Advertisement
০৪ মে ২০২৪

এন্টালিতে গুলিবিদ্ধ যুবক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০১৪ ২০:৪২
Share: Save:

দিনের আলোয় প্রকাশ্যে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক যুবককে লক্ষ করে গুলি করার অভিযোগ উঠল তাঁরই এক পরিচিত যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে এন্টালি থানার সৈয়দ আহমেদ রোডে। আহত যুবকের নাম আখতার আলম ওরফে বাবলু। বর্তমানে তিনি একটি নার্সিংহোমে চিকিত্সাধীন। গুলি লেগেছে তাঁর ডান পায়ে । অভিযুক্ত যুবক পলাতক।

পুলিশ জানিয়েছে, বাবলু তাদের জানায়, এ দিন সকালে বাড়ির কাছে একটি বেসরকারি স্কুলের ঠিক উল্টো দিকেই তাঁর মাংসের দোকানে বসে খবরের কাগজ পড়ছিলেন তিনি। অভিযোগ সেই সময় সরফুদ্দিন ওরফে সরফু নামের তাঁরই এক পরিচিত যুবক তাকে খুব কাছ থেকে গুলি করে। ডান পায়ে গুলি লাগার পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে আশপাশের কয়েক জন ঘটনাস্থলে পৌছলে সরফু পালিয়ে যায়। এর পরে স্থানীয় মানুষ বাবলুকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও পরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, বাবলুর নামে পুলিশের কাছে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের অভিযোগ ছিল। কিন্তু বিগত পাঁচ বছর ওর নামে আর কোনও অভিযোগ নেই। পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় সরফুর নাম রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও বেশ কয়েক বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছে সে।

স্থানীয় এক তৃণমূল নেতা জানান, এদের মধ্যে অনেক আগে থেকেই শত্রুতা ছিল। বাবলু দল ছেড়ে দেওয়ায় সরফু তাঁকে গুলি করেছে বলে জানান তিনি। পাশাপাশি স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের আমিরুদ্দিন বলেন, “এন্টালি এলাকায় প্রতি দিন রাতে মাদক ও মদ বিক্রি হয়। এ সব যত চলতে থাকবে খারাপ ঘটনা তত বাড়তে থাকবে। পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার প্রয়োজন।” ডিসি (ইএসডি) ধ্রুবজ্যোতি দে বলেন, “এক সপ্তাহ আগেই আমরা অভিযোগ পেয়েছি এন্টালি বাজারের কাছে চোলাই মদ বিক্রি হয়। থানা এ বিষয়ে কাজ করছে। তবে এখনও সে রকম কিছুর সন্ধান পাওয়া যায়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

entally shoot out
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE