Advertisement
২১ মে ২০২৪

এভারেস্ট জয়ে নয়া বিশ্বরেকর্ড ১৩ বছরের পূর্ণার

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মে ২০১৪ ১৫:৫১
Share: Save:

সবচেয়ে কমবয়সী মহিলা হিসেবে এভারেস্ট শৃঙ্গ জয় করে ইতিহাস গড়ল অন্ধ্রপ্রদেশের ১৩ বছরের স্কুলছাত্রী মালাবত পূর্ণা।

রবিবার সকাল ছ’টায় এভারেস্টের চূড়ায় পা রাখে মালাবত। সঙ্গী ছিল নবম শ্রেণির ছাত্র, ১৬ বছরের সাধনাপল্লি আনন্দ কুমার। নিজামাবাদ জেলার বাসিন্দা পূর্ণার বাবা পেশায় খেতমজুর। আনন্দের মতোই সে নবম শ্রেণির ছাত্রী।

অন্ধ্রের খাম্মাম জেলার আনন্দের সঙ্গে ৫২ দিনের অভিযান শেষে এভারেস্ট শৃঙ্গে পৌঁছয় মালাবত। তাঁরা দু’জনেই অন্ধ্রপ্রদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এডুকেশনাল সোসাইটি স্কুলের পড়ুয়া। অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে উত্কর্ষতা বাড়াতে উদ্যোগ নিয়েছিল ওই স্কুল। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে প্রাথমিক ভাবে প্রায় দেড়শো জনকে বেছে নেওয়া হয়েছিল। তা থেকে কুড়ি জনকে পর্বতারোহণের বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল দার্জিলিঙের বিখ্যাত মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট–এ। প্রশিক্ষণ শেষে গত এপ্রিলে তাঁদের এভারেস্ট অভিযানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শৃঙ্গ জয়ের পর এ বার বেস ক্যাম্পে ফিরে আসছে ওই দুই পর্বতারোহী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Everest youngest woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE