Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কেনিয়ায় বাসে হামলা আল-শাবাবের, মৃত ২৮

আবার কেনিয়ায় আঘাত হানল সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-শাবাব। শনিবার একটি বাসে হামলা চালায় তারা। এই হামলায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। ২০১১ থেকে কেনিয়ার একাধিক জায়গায় আঘাত হেনেছে ইসলামিক জঙ্গি সংগঠন আল-শাবাব। ২০১১ থেকে কেনিয়ার একাধিক জায়গায় আঘাত হেনেছে ইসলামিক জঙ্গি সংগঠন আল-শাবাব। এর মধ্যে কেনিয়ার রাজধানী নাইরোবির শপিং মলে হামলাও আছে। এ দিন কেনিয়া-সোমালিয়া সীমান্তে নাইরোবিগামী একটি বাসের উপরে হামলা হয়। আল-শাবাবের তরফ থেকে জানান হয়েছে মোমবাস-এর একটি মসজিদে নিরপত্তারক্ষীদের অভিযানের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে।

আল-শাবাবের জঙ্গিরা। ছবি: এপি।

আল-শাবাবের জঙ্গিরা। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ১৯:২৬
Share: Save:

আবার কেনিয়ায় আঘাত হানল সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-শাবাব। শনিবার একটি বাসে হামলা চালায় তারা। এই হামলায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।

২০১১ থেকে কেনিয়ার একাধিক জায়গায় আঘাত হেনেছে ইসলামিক জঙ্গি সংগঠন আল-শাবাব। এর মধ্যে কেনিয়ার রাজধানী নাইরোবির শপিং মলে হামলাও আছে। এ দিন কেনিয়া-সোমালিয়া সীমান্তে নাইরোবিগামী একটি বাসের উপরে হামলা হয়। আল-শাবাবের তরফ থেকে জানান হয়েছে মোমবাস-এর একটি মসজিদে নিরপত্তারক্ষীদের অভিযানের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গিয়েছে, নাইরোবি যাওয়ার পথে ১০ জন সশস্ত্র জঙ্গি বাসটিকে থামায়। বাসে ৬০ জন যাত্রী ছিলেন। বাসে উঠে জঙ্গিরা সোমালি আর সোমালি নয় এই দুই দলে যাত্রীদের ভাগ করে দেয়। তার পরে যাঁরা সোমলি নন, তাঁদের কোরান এর কয়েকটি অংশ পাঠ করতে বলে তারা। যাঁরা পড়তে পারেননি, তাঁদের মাটিতে শুইয়ে গুলি করে হত্যা করা হয়। এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কেনিয়ার রেড ক্রস সূত্রে খবর, জরুরিকর্মীরা দেহ উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনাস্থল কেনিয়ার উত্তর-পূর্বে মানন্ডের শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এই অঞ্চলটি কয়েক বছর ধরে আল-শাবাবের উপদ্রুত। আল-শাবাবকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা। আল-শাবাবের নেতৃত্বের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলাও চালিয়েছে আমেরিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kenya bus attack al sabab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE