Advertisement
০৫ মে ২০২৪

গুজরাতের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা মোদীর

গুজরাত বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিচ্ছেন আনন্দিবেন পটেল। ছবি: পিটিআই।

গুজরাত বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিচ্ছেন আনন্দিবেন পটেল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মে ২০১৪ ১৮:২৮
Share: Save:

প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন আগামী ২৬ তারিখ। তার আগে বুধবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। ২০০১ সাল থেকে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।

বুধবার বেলা এগারোটা নাগাদ মোদী গুজরাত বিধানসভার বিশেষ অধিবেশনে হাজির হন। মুখ্যমন্ত্রী হিসেবে শেষ বারের মতো ভাষণও দেন তিনি। এর পর রাজ্য বিজেপি-র সংসদীয় দলের বৈঠক বসে। সেখানে গুজরাতে বিজেপি-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হন রাজ্যের রাজস্ব ও নগরোন্নয়ন মন্ত্রী আনন্দিবেন পটেল। মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই নরেন্দ্র মোদীর উত্তরসূরি হবেন।

বুধবার রাজ্য বিজেপি-র সংসদীয় দলের বৈঠক বসে। সেখানে সর্বসম্মত ভাবে আনন্দিবেনের নাম সমর্থিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anandiben patel gujrat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE