প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন আগামী ২৬ তারিখ। তার আগে বুধবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। ২০০১ সাল থেকে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।
বুধবার বেলা এগারোটা নাগাদ মোদী গুজরাত বিধানসভার বিশেষ অধিবেশনে হাজির হন। মুখ্যমন্ত্রী হিসেবে শেষ বারের মতো ভাষণও দেন তিনি। এর পর রাজ্য বিজেপি-র সংসদীয় দলের বৈঠক বসে। সেখানে গুজরাতে বিজেপি-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হন রাজ্যের রাজস্ব ও নগরোন্নয়ন মন্ত্রী আনন্দিবেন পটেল। মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই নরেন্দ্র মোদীর উত্তরসূরি হবেন।
বুধবার রাজ্য বিজেপি-র সংসদীয় দলের বৈঠক বসে। সেখানে সর্বসম্মত ভাবে আনন্দিবেনের নাম সমর্থিত হয়।