Advertisement
১৬ এপ্রিল ২০২৪
এ বার ভারত-বাংলাদেশ মুখোমুখি

গুপ্টিলের কাঁধে ভর করে কঠিন জয় নিউজিল্যান্ডের

গ্রুপের শেষ ম্যাচে বিশ্বকাপের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে বাংলাদেশ বুঝিয়ে দিল ‘পিকচার অাভি বাকি হ্যায়...’, অর্থাত্, বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের খেলায় লড়াইটা যে মোটেই সহজ হবে না, তার আগাম ইঙ্গিত দিয়ে রাখল তারা। বিশ্বকাপের আসরে ব্রিটিশ বাহিনীকে দুরমুশ করে কোয়ার্টার্সে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল শুধু শেষ আটের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কে হবে সেটা জানার। তাই গ্রুপের শেষ ম্যাচ জিততে মরিয়া ছিল তারা।

শতরানের পর গুপ্টিল। ছবি: এপি।

শতরানের পর গুপ্টিল। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৫ ২০:১৫
Share: Save:

গ্রুপের শেষ ম্যাচে বিশ্বকাপের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে বাংলাদেশ বুঝিয়ে দিল ‘পিকচার অাভি বাকি হ্যায়...’, অর্থাত্, বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের খেলায় ভারতের পক্ষে লড়াইটা যে মোটেই সহজ হবে না, তার আগাম ইঙ্গিত দিয়ে রাখল তারা। বিশ্বকাপের আসরে ব্রিটিশ বাহিনীকে দুরমুশ করে কোয়ার্টার্সে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল শুধু শেষ আটের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ কে হবে সেটা জানার। তাই গ্রুপের শেষ ম্যাচ জিততে মরিয়া ছিল তারা। কিন্তু শেষ রক্ষা হল না। ম্যাচ জিতলেও নিউজিল্যান্ডের এই জয় মোটেই সহজ হয় নি। বলা যেতে পারে, শুক্রবারের ম্যাচে শুধুমাত্র গুপ্টিলের শতরানে ভর করেই বেশ কষ্ট করে জয় আদায় করেছে নিউজিল্যান্ড। তাই গ্রুপ এ-র শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের খেলার শেষ ম্যাচে জয় না পেলেও ভাল লড়াই দিতে পেরে খুশি অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর দলের ব্যাটিংয়ে বেশ খুশি তিনি। বিশেষত, তিন নম্বরে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ৫১ রান(৫৮ বলে) এবং মাহমুদুল্লার দুরন্ত শতরান (১২৩ বলে ১২৮ রানে অপরাজিত) দলের মনোবল নক আউটের আগে অনেকটাই বাড়িয়েছে। বাংলাদেশের ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের আসরে পর পর দুটি শতরানের নজির গড়লেন মাহমুদুল্লা। এ দিন দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন সাকিব। ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন তিনি। তাই ১৯ মার্চের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বাংলাদেশ যে যথেষ্ট আত্মবিশ্বাসী তাতে কোনও সন্দেহ নেই। বিশ্বকাপের আসরে প্রথম বার কোয়ার্টার্সে খেলার যোগ্যতা অর্জন করেই খুশি থাকবে বাংলাদেশ, নাকি অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে আরও বড় চমক দেবে তারা,— সেই অপেক্ষায় এখন বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমী এবং বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE