পুরুষ এবং মহিলা দু’ বিভাগেই চিন ওপেনের ফাইনালে উঠলেন ভারতের সাইনা নেহওয়াল এবং কে শ্রীকান্ত। সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করার থেকে আর এক ধাপ দূরে সাইনা।
মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে বিশ্বের সতেরো নম্বর চিনের লিউ সিনকে ২১-১৭, ২১-১৭-তে দুরমুশ করে সিঙ্গলসের ফাইনালে ওঠেন সাইনা।
রবিবার ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা সাইনা মুখোমুখি হবেন পঞ্চম বাছাই কোরিয়ার বে ইয়ন জু এবং জাপানের আকানে ইয়ামাগুচির ম্যাচের বিজয়ীর ।
এই নিয়ে ছয় বার চিন ওপেনে অংশ নিলেও এক বারও জিততে পারেননি সাইনা।
চলতি বছরেই সৈয়দ মোদী আন্তর্জাতিক গ্রাঁ প্রি টুর্নামেন্ট জিতেছেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।
চিন ওপেনেরই পুরুষদের সিঙ্গলসে ফাইনালে উঠলেন ভারতের উঠতি তারকা কে শ্রীকান্ত। সেমি-ফাইনালে প্রথম গেম ২১-১১ জেতেন বিশ্বের ষোলো নম্বর শ্রীকান্ত। দ্বিতীয় গেমে স্কোর যখন ১৩-৭ সেই সময় শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী জার্মানির মার্ক জুয়েবলারের আহত ও অবসৃত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
ফাইনালে জিতলে পুরস্কার বাবদ সাত লাখ মার্কিন ডলার পাবেন সাইনা এবং শ্রীকান্ত।