জয়পুরের সিটি প্যালেস চত্বরে আগুনে পুড়ে নষ্ট হল বহু মূল্যবান নথিপত্র এবং শিল্পসৃষ্টি। তবে আগুনে কেউ হতাহত হননি।
রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ আগুন লাগে সিটি প্যালেসের দোতলায় এক অফিসঘরে। ঘটনার সময় অফিস বন্ধ ছিল। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে একতলার ‘ফ্রেন্ডস অফ দ্য মিউজিয়ম’ গ্যালারিতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৩টি ইঞ্জিন। জয়পুরের ডিসিপি (নর্থ) অশোককুমার গুপ্ত জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও আর্ট গ্যালারির বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
দমকলের এক শীর্ষ আধিকারিক ঈশ্বর লাল জানিয়েছেন, আগুনের গ্রাসে নষ্ট হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র, ছবি এবং গ্রন্থাগারের বইপত্র, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। তবে আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে একতলার ৪০টি দোকানঘর।
রাজস্থানের ‘গোলাপি শহর’ জয়পুরের সিটি প্যালেসের বিরাট এলাকা জুড়ে বসবাস শহরের প্রাক্তন রাজ পরিবারের সদস্যদের। এ ছাড়া, এই প্যালেস চত্বরেই রয়েছে বহু দোকানঘর এবং সংগ্রহালয়। সিটি প্যালেস সূত্রে খবর, এখানে বসবাসকারীদের সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।