Advertisement
০৭ মে ২০২৪

টু-জি কাণ্ডে চূড়ান্ত শুনানি ১৯ ডিসেম্বর

টু-জি স্পেকট্রাম-কাণ্ডে চূড়ান্ত শুনানির দিন ঠিক করল সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ১৯ ডিসেম্বর এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। সোমবার দিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ ১৫ জনের বিরুদ্ধে চলা টু-জি মামলার শুনানি ছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ১৫:২৭
Share: Save:

টু-জি স্পেকট্রাম-কাণ্ডে চূড়ান্ত শুনানির দিন ঠিক করল সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ১৯ ডিসেম্বর এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

সোমবার দিল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ ১৫ জনের বিরুদ্ধে চলা টু-জি মামলার শুনানি ছিল। কিন্তু অভিযুক্তদের তরফে বিচারপতির কাছে আরও কিছুটা সময় দাবি করা হয়। সেই মতোই শুনানির পরবর্তী দিনের কথা ঘোষণা করেন বিশেষ সিবিআই বিচারপতি ওপি সাইনি। এর আগে আদালতে গরহাজিরার কারণে কানিমোঝির বিরুদ্ধে পরোয়ানা জারি করার নির্দেশ দেন বিচারপতি। কিন্তু পরে ডিএমকে-র ওই সাংসদের আইনজীবী ক্ষমা চাওয়ায় শেষে সেই পরোয়ানার নির্দেশ বাতিল করে আদালত।

বেআইনি ভাবে টু-জি স্পেকট্রামের লাইসেন্স বিলিবণ্টন করায় সরকারের প্রায় ৩১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে ২০১২ সালে তদন্ত শুরু করে সিবিআই। তখন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ছিলেন এ রাজা। তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় করুণানিধির কন্যা কানিমোঝিকেও। বেশ কিছু দিন দু’জনে তিহাড় জেলেও কাটিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cbi court 2g-spectrum case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE