Advertisement
E-Paper

তৃতীয় দফার ভোটেও মাওবাদী হিংসা, হত দুই জওয়ান

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ১২:৫০
ফরিদাবাদের একটি বুথে পরিচয়পত্র হাতে মহিলা ভোটাররা। ছবি: পিটিআই।

ফরিদাবাদের একটি বুথে পরিচয়পত্র হাতে মহিলা ভোটাররা। ছবি: পিটিআই।

রাজধানী দিল্লি-সহ দেশের ১১টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯২টি লোকসভা আসনে বৃহস্পতিবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। প্রায় ১১ কোটি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে সর্বত্র এই নির্বাচন নির্বিঘ্নে কাটেনি। বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদী হিংসায় সিআরপিএফের দুই জওয়ানের মৃত্যু হয়েছে। ফাটানো হয়েছে ল্যান্ডমাইন। ছত্তীসগঢ়ের বস্তারেও অন্তত দশটি ভোটগ্রহণ কেন্দ্রের কাছে নিরাপত্তা রক্ষীদের লক্ষ করে গুলি চালায় মাওবাদীরা। এ দিন সকালে বস্তারের নানা জায়গা থেকে ১৫টি আইইডি সমেত প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। তবে দুপুর পর্যন্ত এই কেন্দ্রে ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে।

দিল্লির সাতটি লোকসভা আসনের জন্য দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, দলের সহ-সভাপতি রাহুল গাঁধী, কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল, দিল্লি বিজেপি-র প্রধান হর্ষ বর্ধন, কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল এ দিন ভোট দেন। বিহারের মুঙ্গের জেলার জামুই লোকসভা কেন্দ্রের সওয়া লাখ বাবা মন্দিরের কাছে এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ মাওবাদীদের হামলায় সিআরপিএফের দুই জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন। তাঁরা যখন একটি ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন, সে সময় মাওবাদীরা বিস্ফোরণ ঘটায়। এর পরেই তারা জওয়ানদের লক্ষ করে পিছন থেকে গুলি চালাতে আরম্ভ করে। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেন। আর একটি ঘটনায় ঔরঙ্গাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইমামগঞ্জের বাঁকে বাজার এলাকা থেকে গয়া পুলিশ ছ’টি বোমা উদ্ধার করেছে। এগুলির মোট ওজন প্রায় ৩০ কিলোগ্রাম। গয়ার সিনিয়র পুলিশ সুপার নিশান্ত তিওয়ারি জানিয়েছেন, বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

ঝাড়খণ্ডের চাতরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত লাতেহার জেলার জঙ্গলে ঘেরা এলাকায় মাওবাদীরা পর পর ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায়। এ দিন ভোটগ্রহণ শুরুর আগে এই ঘটনা ঘটে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের গুলি বিনিময়ও হয়। একই পাশাপাশি, ঝাড়খণ্ডের গুমলা জেলায় ভোটগ্রহণ পর্ব শুরুর আগে ইংন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) এক জওয়ানের গুলিতে তার তিন সহকর্মীর মৃত্যু হয়েছে।

তৃতীয় দফায় কেরলের ২০টি আসন, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশের ১০টি করে আসন, মধ্যপ্রদেশের ৯টি, দিল্লির ৭টি, বিহারের ৬টি, ঝাড়খণ্ডের ৫টি, ছত্তীসগঢ়, চণ্ডীগড়, লক্ষদ্বীপ, আন্দামান ও নিকোবরে একটি করে আসনে ভোটগ্রহণ চলছে।

lok sabha election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy