Advertisement
১৬ জুন ২০২৪

পুণ্যার্থীদের জন্য খোলা হল বদ্রীনাথ মন্দির

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মে ২০১৪ ১৮:২৬
Share: Save:

দীর্ঘ ছয় মাস পর মন্ত্রোচ্চারণ ও ঘণ্টাধ্বনির সঙ্গে পুণ্যার্থীদের জন্য সোমবার ভোরে খুলে দেওয়া হল বদ্রীনাথ মন্দির।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রধান গণেশ গোড়িয়াল জানিয়েছেন, এ দিন ভোর চারটে নাগাদ মন্দির চত্বরে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান করেন প্রধান পুরোহিত ঈশ্বরপ্রসাদ নাম্বুদিরি। এর পরই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সেই সময়ে সেখানে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্যেরা। তিনি আরও জানিয়েছেন, প্রবল ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে ভোরবেলাতেই প্রায় আড়াই হাজার পুণ্যার্থী বিগ্রহ দর্শন করেন। এ দিন বিকেল পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষ পৌঁছন বদ্রীনাথে।

গত বছরের জুন মাসে হড়পা বানে গোটা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় হাজার পাঁচেক মানুষের। তার পর ফের এ দিন থেকে শুরু হল যাত্রার নতুন মরসুম। এ বার প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ধসপ্রবণ এলাকাগুলিতে নিয়োগ করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

badrinath temple opening
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE