Advertisement
০৬ মে ২০২৪

পুলিশি তল্লাশি কেন, দুর্গাপুরে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরের

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০২
Share: Save:

কেন ওয়ার্ড অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ, এই প্রশ্ন তুলে কারখানার গেটের বাইরে বিক্ষোভ দেখালেন দুর্গাপুরের এক তৃণমূল কাউন্সিলর।

রবিবার দুর্গাপুরের রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকে শাকম্ভরি ওভারসিজ ট্রেডস নামে একটি বেসরকারি ইস্পাত কারখানায় বোনাস বৃদ্ধির দাবিতে কাউন্সিলর অরবিন্দ নন্দীর নেতৃত্বে এক দল লোক কারখানার ভিতরে ঢুকে ভাঙচুর করে। তাঁদের তাণ্ডবের শিকার হন কারখানার কর্মী-আধিকারিকরাও। যদিও অরবিন্দবাবু তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। মিথ্যা অভিযোগে তাঁকে ফাসানো হচ্ছে বলে দাবি করেন ওই নেতা।

কারখানা সূত্রে খবর, সম্প্রতি দুর্গাপুরে উপ-শ্রম কমিশনারের দফতরে বৈঠক করে বোনাস চূড়ান্ত হয়। ঠিক হয়, গত বছরের তুলনায় এ বার একশো টাকা বেশি হারে ঠিকা শ্রমিকদের বোনাস দেওয়া হবে। রবিবার ঠিকা শ্রমিকরা বোনাস বাড়ানোর দাবি জানান। সে নিয়ে বৈঠক শুরু হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বোনাস বাড়ানো সম্ভব নয় বলে জানান। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এর পরেই ওই কাউন্সিলর তাঁর কিছু অনুগামীকে নিয়ে কারখানায় ঢোকেন। তাঁদের সঙ্গে ছিলেন কিছু ঠিকা শ্রমিকও। তারা টেবিল-চেয়ার ভাঙচুর করে। উপস্থিত কর্মীদের মাটিতে ফেলে কিল-চড়-ঘুষি মারা হয়। এর ফলে কাজ বন্ধ হয়ে যায় ওই কারখানায়। রবিবার রাতেই দুর্গাপুরের কোকওভেন থানায় ওই কাউন্সিলর-সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কারখানা কর্তৃপক্ষ। কাউন্সিলরকে ধরতে সোমবার ভোরে স্থানীয় ৩৮ নম্বর ওয়ার্ড অফিসে হানা দেয় কোকওভেন থানার পুলিশ। কিন্তু সেখানে পাওয়া যায়নি তাঁকে বা তাঁর কোনও অনুগামীকে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে, শীঘ্রই গ্রেফতার করা হবে অভিযুক্তদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

durgapur tmc councilor agitation steel plant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE