আদালতে পেশ করার আগেই পিস্টেরিয়াস মামলা এক সপ্তাহের জন্য পিছিয়ে দিলেন বিচারপতি থোকোজিল মাসিপা। আদালতের এক পদস্থ আধিকারিক অসুস্থ হয়ে পড়ায় মামলাটি স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি। পরবর্তী শুনানি ৭ এপ্রিল। গত বছর ১৪ ফেব্রুয়ারি বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিটের বিরুদ্ধে মামলা শুরু হয়। হত্যার অভিযোগ বরাবর অস্বীকার করেছেন ‘ব্লেড রানার’। বয়ানে বলেছিলেন, ঘটনার দিন বাড়িতে অন্য কেউ ঢুকে পড়েছে ভেবে গুলি চালিয়েছিলেন তিনি। পিস্টোরিয়াসের বয়ানের ভিত্তিতে আগের শুনানিতে তাঁর সামনে তাঁর বাড়ির শৌচাগারের মডেল হাজির করা হয়েছিল। এই ঘটনার একমাত্র সাক্ষী হিসাবে সে দিনের পুরো ঘটনা আদালতের সামনে পুনর্নির্মাণ করতে বলা হয় তাঁকে।
আত্মপক্ষ সমর্থনের জন্য শুক্রবার আদালতে হাজির হওয়ার কথা ছিল তাঁর। তার পর বান্ধবীকে হত্যার অভিযোগে জেরার সম্মুখীন হতে হত তাঁকে। মামলাটি গত শুক্রবারের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা এখন মে মাস পর্যন্ত চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৭ বছর বয়সি এই প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিটকে জবাবদিহি করতে হবে কেন তিনি সেদিন শৌচালয়ের ভেতরে থাকা রিভা স্টিনক্যাম্পকে বাইরে থেকে ৪ বার গুলি চালিয়েছিলেন। তিনি যে পরিকল্পিত হত্যা করেননি প্রমান করতে হবে তা-ও।
জনগনের সামনে পিস্টেরিয়াসকে এই প্রথম আত্মপক্ষ সমর্থন করতে হবে। তিনি জেনেশুনেই রিভাকে খুন করেছেন, দক্ষিণ আফ্রিকার পুলিশের এই অভিযোগও খণ্ডাতে হবে তাঁকে। অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে তাঁর।