পল্লবী পুরকায়স্থ হত্যা মামলায় সোমবার সাজ্জাদ মোগুল যাবজ্জীবন কারাদণ্ড দিল মুম্বইয়ের একটি আদালত। আদালত কক্ষ তখন ভিড়ে ঠাসা। রায় শুনতে কক্ষের এক কোণায় দাঁড়িয়েছিলেন পল্লবীর বাব-মা। অপেক্ষা করছিলেন বিচারকের রায়ের জন্য। কঠোরতম শাস্তির আশা করেছিলেন তাঁরা। সাজ্জাদকে বিচারক যখন যাবজ্জীবনের রায় দেন ক্ষোভ প্রকাশ করেন তাঁরা, পাশাপাশি হতাশও হন। তাঁরা বলেন, “সাহসিকতার সঙ্গে প্রতিহত করার চেষ্টা করেছিল আমাদের মেয়ে। কিন্তু সাজ্জাদ ওঁকে ১৬ বার ছুরি দিয়ে আঘাত করে। এটা একটি বিরলতম ঘটনা।”
অন্য দিকে, বিচারকের রায় শুনে কেঁদে ফেলে সাজ্জাদ। বিচারকের কাছে ন্যূনতম শাস্তির আর্জি জানায় সে। কিন্তু বিচারক তা খারিজ করে দেন।
২০১২-র ৯ অগস্ট জম্মু-কাশ্মীর নিবাসী সাজ্জাদ পল্লবীর ফ্ল্যাটে ঢুকে হত্যা করে। ওই আবাসনেই সে নিরাপত্তারক্ষীর কাজ করত। পরের দিন ঘর থেকে রক্তাক্ত অবস্থায় পল্লবীর দেহ উদ্ধার করে পুলিশ।