Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ফুটবলের আইপিলে প্রবেশ সচিন-সৌরভের

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৪ ১৭:০০
Share: Save:

ফুটবলের জগতে সরকারি ভাবে প্রবেশ করলেন সৌরভ-সচিন-সলমন-জন আব্রাহামরা। রবিবার ফুটবল আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিতলেন তাঁরা।

সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাতশো কোটির এই টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা আইএমজি-রিলায়্যান্স। সহযোগী আয়োজক স্টার ইন্ডিয়া। সরকারি ভাবে ‘ইন্ডিয়ান সুপার লিগ’ (আইএসএল)-এর জন্য আগেই দরপত্র দিয়েছিলেন ক্রিকেট থেকে শুরু করে বলিউড তারকারা। এ ছাড়া, ডেম্পো-সালগাওকর, পুণে, লাজং এবং বেঙ্গালুরুর মতো আই লিগের প্রথম সারির দলগুলিও তিন মাসের এই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে আগ্রহী ছিল।

উদ্যোক্তারা আগেই জানিয়েছিল যে, টুর্নামেন্টে দল কিনতে মোট ৩০টি দরপত্র জমা পড়েছিল। শেষ পর্যন্ত নিজের পছন্দের কলকাতা ফ্র্যাঞ্চাইজি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদের সাহায্যে ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া ও উত্সর পারেখকে সঙ্গী করে তিনি কলকাতা ফুটবল দলের মালিকানা স্বত্ত্ব জিতেছেন। পিছিয়ে নেই সচিন তেন্ডুলকরও। পিভিপি ভেঞ্চারের সঙ্গে মিলিত ভাবে কোচির ফ্র্যাঞ্চাইজি মালিক হলেন তিনি। অন্য দিকে, বিমল পারেখের সঙ্গে হাত মিলিয়ে বলিউড তারকা রণবীর কপূর পেলেন মুম্বইয়ের ফুটবল দলের মালিকানা। একই পথে হেঁটেছেন সলমন বা জন আব্রাহামরা। কপিল ও ধীরাজ ওয়াধাবনের সঙ্গে পুণের দল কিনেছেন সলমন। আর জনের প্রাপ্তি গুয়াহাটির দল। এ ব্যাপারে তিনি পেয়েছেন আই লিগের শিলং লাজং-এর সাহায্য। দিল্লি ফুটবল দলের স্বত্ত্ব জিতেছেন ডেন নেটওয়ার্কের সমীর মানচন্দা ও সান গোষ্ঠী। বাকি দু’টি দল— বেঙ্গালুরু ও গোয়ার দল কিনলেন যথাক্রমে ভিডিওকনের বেনুগোপাল ধুত এবং দত্তরাজ সালগাওকর-শ্রীনিবাস ভি ডেম্পো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football ipl sachin sourav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE