Advertisement
E-Paper

ব্যর্থ কোহলির লড়াই, অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হার ভারতের

ব্যর্থ হল কোহলি-বিজয়ের লড়াকু ইনিংস। মিডল এবং লোয়ার মিডল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারানোর সুবর্ণ সুযোগ নষ্ট করল ভারত। চাপ সামলাতে না পেরে বিদেশের মাঠে বরাবরের চোকার্স তকমা থেকে বেরনো হল না ভারতীয় ক্রিকেটের। এবং প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাথান লিয়ঁর হাতেই ‘বধ’ হল ভারত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৮
ম্যাচ জিতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

ম্যাচ জিতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

ব্যর্থ হল কোহলি-বিজয়ের লড়াকু ইনিংস। মিডল এবং লোয়ার মিডল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারানোর সুবর্ণ সুযোগ নষ্ট করল ভারত। চাপ সামলাতে না পেরে বিদেশের মাঠে বরাবরের চোকার্স তকমা থেকে বেরনো হল না ভারতীয় ক্রিকেটের। এবং প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাথান লিয়ঁর হাতেই ‘বধ’ হল ভারত।

অথচ দিনের শুরু থেকে চা বিরতি পর্যন্ত খেলার রাশ আগাগোড়াই ছিল ভারতের দখলে। বা বলা ভাল কোহলি এবং বিজয়ের দখলে। প্রায় ৫০ ওভার ব্যাট করে ১৮৫ রান তোলেন কোহলি-বিজয় জুটি। ম্যাচে যখন জাঁকিয়ে বসছে ভারত, তখনই বিপর্যয়। ‘নার্ভাস নাইনটিজ’-এর গেরো কাটাতে না পেরে ৯৯ রানে আউট হলেন বিজয়। সেই শুরু। এর পর একে একে ফিরে যান রাহানে, রোহিত, ঋদ্ধিরা। ক্রিজের অপর দিকে একা কুম্ভ হয়ে এই যাওয়া-আসা দেখতে থাকেন বিরাট। ভারতের শেষ আটটি উইকেট পড়ল ৭৩ রানে। এর মধ্যে শেষ পাঁচ জন আউট হলেন স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতে না হতেই। ভারতীয় ইনিংসের ৮৭ ওভারের মধ্যে ৫০ ওভার খেললেন কোহলি-বিজয় জুটি। শেষ সেশনে ব্যাটসম্যানদের ‘আত্মহত্যা’য় ভারত ম্যাচ হারল ৪৮ রানে। বা বলা ভাল ম্যাচ উপহার দিল অস্ট্রেলিয়াকে।

ম্যাচ হারলেও প্রথম টেস্ট অধিনায়কত্ব স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হিসাবে টেস্টের দু’ইনিংসে শতরানের নজির গড়লেন তিনি। এর আগে ১৯৭৫-’৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেনে এই নজির গড়েছিলেন গ্রেগ চ্যাপেল। কোহলি টেস্ট কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি করলেও এক রানের জন্য পঞ্চম টেস্ট সেঞ্চুরি ফস্কালেন বিজয়। বিজয় হজারের পর কোহলিই দ্বিতীয় ভারতীয় যিনি অ্যাডিলেডে দু’ইনিংসেই শতরান করলেন।


ট্র্যাজিক নায়ক। ছবি: এপি।

কোহলিদের ঘাতক লিয়ঁ আবার একই সঙ্গে করে ফেললেন একাধিক রেকর্ড। ম্যাচে তাঁর ১২ উইকেট যে কোনও অস্ট্রেলীয় স্পিনারের দেশের মাঠে সেরা পারফরম্যান্স। এ পর্যন্ত কোনও অস্ট্রেলীয় স্পিনারই ভারতের বিরুদ্ধে ১০ উইকেট নেননি। এ ক্ষেত্রে ৬৭ বছর আগের রেকর্ড ভাঙলেন তিনি। দিল্লি টেস্টের পর থেকে ভারতের ৩৪টি উইকেটের মধ্যে ২১টিই নিলেন এই অফ স্পিনার।

তবে দল হারলেও ভেঙে পড়তে নারাজ কোহলি। তিনি যে শুধুই জেতার জন্যই খেলছিলেন তা-ও জানান তিনি। তিনি আরও জানান, শুক্রবারের টিম মিটিংয়েই ঠিক হয়েছিল ড্র নয়, জয়ের জন্যই খেলবে দল।

চার ম্যাচের সিরিজে আপাতত এগিয়ে অস্ট্রেলিয়া। পরের টেস্টে ফিরছেন ধোনি। কর্ণকে সরিয়ে ফিরতে পারেন অশ্বিনও। ব্যর্থতা ঢেকে এ বার ওভার টু ব্রিসবেন।

india australia series birat kohli nathan lyon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy