Advertisement
১১ মে ২০২৪

ভারত মহাসাগরের দক্ষিণেই ভেঙে পড়েছে নিখোঁজ বিমান, জানাল মালয়েশিয়া

ঘোষণা শুনে কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ যাত্রীর এক আত্মীয়।

ঘোষণা শুনে কান্নায় ভেঙে পড়েছেন নিখোঁজ যাত্রীর এক আত্মীয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ২১:০৩
Share: Save:

আশঙ্কাই সত্য হল। ভারত মহাসাগরের দক্ষিণেই ভেঙে পড়েছে নিখোঁজ মালয়েশীয় এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৭৭। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজাক সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেছেন। ২৩৯ জন যাত্রী নিয়ে গত ৮ মার্চ থেকে বিমানটি নিখোঁজ ছিল। ব্রিটেনের এক উপগ্রহ সংস্থা ও তদন্তকারী দল উপগ্রহ তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি জানান, মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ ভারত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণের করিডর ধরে উড়ছিল। এই অঞ্চলের কাছাকাছি বিমান নামার কোনও ব্যবস্থা নেই। ফলে এটি অস্ট্রেলিয়ার পারথের পশ্চিমে ভারত মহাসাগরের মাঝে ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও তিনি জানিয়েছেন। কিন্তু, কেন বিমানটি নির্ধারিত রুটের পরিবর্তে ওই অঞ্চলে গিয়েছিল সে সম্পর্কে তদন্তকারী দল এখনও কিছু জানাতে পারেনি।

সাংবাদিক সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজাক।

কিছু দিন ধরেই উপগ্রহের ছবিতে ভারত মহাসাগরের দক্ষিণে এই অঞ্চলে ভাসমান কিছু বস্তু নজরে আসে। প্রথমে অস্ট্রেলিয়ার উপগ্রহের ছবিতে এই ভাসমান বস্তুগুলি ধরা পড়ে। যদিও সেখানে অস্ট্রেলীয় উদ্ধারকারী দল কোনও কিছুর খোঁজ পায়নি। এর পরে চিনা উপগ্রহও প্রায় একই অঞ্চলে ভাসমান বস্তুর ছবি তোলে। ফ্রান্সের উপগ্রহের ছবিতেও একই জিনিস ধরা পড়ে। এ দিনই অস্ট্রেলীয় প্রশাসনের তরফে, ওই অঞ্চলে দু’টি ভাসমান বস্তু দেখা গিয়েছে বলে জানান হয়। এর মধ্যে একটি গোলাকার, ধূসর বা সবুজ রঙের। অন্যটি কমলা রঙের ত্রিকোণ আকৃতির। নিখোঁজ বিমানের খোঁজে নামা চিনের এক বিমান থেকেও ওই অঞ্চলে ভাসমান বস্তু দেখা যায়। অস্ট্রেলিয়ার নৌবাহিনীর তরফে জানান হয়েছে, ভাসমান বস্তুগুলি খতিয়ে দেখতে তারা ওই অঞ্চলের কাছাকাছি পৌঁছছে। মালয়েশীয় প্রশাসনের তরফে আশা করা হয়েছে, আগামী কয়েক ঘণ্টা বা আগামী কাল সকালের মধ্যে বস্তুগুলি উদ্ধার করা সম্ভব হবে।

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

malaysia mh-370
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE