Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মাওবাদীদের রুখতে ওড়িশায় বসছে ৬টি বিএসএফ ক্যাম্প

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ১৬:০৪
Share: Save:

মাওবাদী কার্যকলাপ রুখতে ছ’টি নতুন বিএসএফ ক্যাম্প বসাবে ওড়িশা সরকার।

রাজ্য পুলিশের আইজি (দক্ষিণ-পূর্ব রেঞ্জ) ওয়াই কে জেঠওয়া জানান, ওড়িশা সংলগ্ন আন্তঃরাজ্য সীমানা-সহ প্রত্যন্ত অঞ্চলে মাওবাদীদের গতিবিধি রুখতে মালকানগিরি, কোরাপুট এবং রায়গড় জেলায় এই ক্যাম্প বসানো হবে। তাঁর দাবি, ওই অঞ্চলগুলিতে নিরাপত্তারক্ষীদের কোনও স্থায়ী ক্যাম্প না-থাকায় গত কয়েক মাসে মাওবাদীদের কার্যকলাপ বেড়ে গিয়েছে। কোরাপুট জেলার পুলিশ সুপার অবিনাশ কুমার জানান, নারায়ণপত্ন এবং বন্ধুগাঁওতে বিশেষ সুবিধা করতে না পেরে অন্ধ্র সীমানায় পোট্টাঙ্গি পুলিশ থানার প্রত্যন্ত এলাকায় গতিবিধি বাড়াচ্ছে মাওবাদীরা। তবে এই ছ’টি ক্যাম্পের জন্য নতুন করে কোনও বিএসএফ জওয়ান নিয়োগ করা হবে না বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। আপাতত রাজ্যে মাওবাদী মোকাবিলায় নিযুক্ত আট কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়েই এই ক্যাম্পগুলি চালানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maoist bsf camp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE