Advertisement
০৭ মে ২০২৪

মোদী-পুতিন বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে জোর

দু’দেশের মধ্যে পারমাণবিক শক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিলেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পঞ্চদশ বার্ষিকী ভারত-রাশিয়া সম্মেলন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পুতিন। বুধবার রাতেই বায়ুসেনার পালম স্টেশনে নামেন পুতিন।

বৈঠক শেষে হাত মেলাচ্ছেন মোদী এবং পুতিন। ছবি: গেটি ইমেজেস।

বৈঠক শেষে হাত মেলাচ্ছেন মোদী এবং পুতিন। ছবি: গেটি ইমেজেস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ১২:২৭
Share: Save:

দু’দেশের মধ্যে পারমাণবিক শক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিলেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পঞ্চদশ বার্ষিকী ভারত-রাশিয়া সম্মেলন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পুতিন। বুধবার রাতেই বায়ুসেনার পালম স্টেশনে নামেন পুতিন।

এ দিনের বৈঠকে পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্য-সহ মোট ২০টি বিষয়ে আলোচনা হয়। গত বছর ডিসেম্বরে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তত্‍কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। চলতি বছরে মোদী সরকার ক্ষমতায় আসার পরে এটাই ছিল ভারত-রাশিয়া প্রথম বৈঠক। এ দিন হায়দরাবাদ হাউসে আলোচনায় বসেন মোদী-পুতিন। দু’দেশের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, “ভারত ও রাশিয়ার মানুষের বন্ধন খুবই শক্তিশালী। অতীতে সুদিন এবং দুর্দিনে দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

putin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE