Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মেরি কমের পর রুপোলি পর্দায় এ বার হকি খেলোয়াড় সন্দীপ সিংহ

সন্দীপ সিংহ এবং চিত্রাঙ্গদা সিংহ।

সন্দীপ সিংহ এবং চিত্রাঙ্গদা সিংহ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ১৮:৩৯
Share: Save:

মেরি কমের পর এ বার রুপোলি পর্দায় হাজির ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিংহ। তাঁকে নিয়ে ছবি তৈরির ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। সেই মতো ছবির স্বত্ত্বও কিনেছেন তিনি। ইংল্যান্ডের হ্যাম্পশায়রে কাউন্টি খেলার ফাঁকে সোমবার এ কথা জানিয়েছেন সন্দীপ। নিজের চরিত্রে কাকে বেশি পছন্দ তাঁর— এই প্রশ্ন করা হলে এক গাল হেসে বলেন, “অবশ্যই রণবীর কপূর!” রণবীরের ভক্ত সন্দীপের আশা, মেরি কমের সাফল্যের পর বড় পর্দায় তাঁকে দেখে যুবসমাজ অনুপ্রাণিত হবে।

২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপের জন্য জাতীয় দলের শিবিরে যোগ দিতে যাওয়ার সময় শতাব্দী এক্সেপ্রেসে গুলিবিদ্ধ হন সন্দীপ। গুরুতর জখম হন তিনি। শারীরিক ভাবে পঙ্গু হয়ে হুইল চেয়ারে কাটাতে হয় দু’বছর। তার পর জাতীয় দলে দুর্দান্ত কামব্যাক করেন এই অসম সাহসী খেলোয়াড়।

প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘মেরি কম’ চলচ্চিত্র দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। উত্তর-পূর্ব ভারতের প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসে বক্সার মেরি কম কী ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই লড়াইকেই তুলে ধরা হয়েছিল ছবিতে। সন্দীপ সিংহকে নিয়ে তৈরি ছবি সে রকম সাড়া ফেলতে পারে কি না এখন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mary kom film sandeep singh chitrangada singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE