Advertisement
E-Paper

মঙ্গলবার রাজ্যে রাহুল, উজ্জীবিত কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৪ ২১:৩০

ভোট যুদ্ধে দলীয় প্রার্থী ও কর্মীদের রণকৌশলের দিশা দিতে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী মঙ্গলবার রাজ্যে আসছেন। সকাল ১১টা নাগাদ আলিপুরদুয়ারে কর্মিসভা করে তাঁর যাওয়ার কথা ত্রিপুরায়। বিকেলে কলকাতার শহিদ মিনার ময়দানে তাঁর কর্মিসভা করার কর্মসূচি আছে।

রাহুলের সভা থেকে কর্মীরা আরও উৎসাহ নিয়ে লড়ার মনোবল পাবেন বলেই আশা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তিনি বলেন, “বাংলার মাটিতে কংগ্রেস যে একক ভাবে লড়াই করছে, এ কথা রাহুল কর্মীদের সামনে বলবেন। এটাই তাৎপর্যপূর্ণ ব্যাপার। রাহুলের উপস্থিতিতে আমাদের কর্মীরা আরও উজ্জীবিত ও উদ্দীপ্ত হবেন বলেই আশা করি।” জনকল্যাণে কেন্দ্রের কংগ্রেস সরকার কোন কোন প্রকল্প নিয়েছে তা প্রচারের হাতিয়ার করার পরামর্শও তিনি দিতে পারেন বলে প্রদেশ রাজ্য কংগ্রেস নেতাদের ধারণা।

আলিপুরদুয়ারের সভায় উত্তরবঙ্গের এবং শহিদ মিনারে দক্ষিণবঙ্গের প্রার্থী-কর্মীরা থাকবেন। দু’জায়গাতেই মাইক বিধির কারণে ঘেরা জায়গায় সভা হবে। লালবাজার সূত্রের খবর, আজ বিকেল পৌনে পাঁচটা নাগাদ আগরতলা থেকে দমদম বিমানবন্দরে নামার কথা রাহুলের। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন রেস কোর্সের কাছে আরসিটিসি হেলিপ্যাডে। সেখান থেকে সড়কপথে শহিদ মিনার ময়দান। কর্মিসভা সেরে অবশ্য সড়ক পথেই শহিদ মিনার থেকে বিমানবন্দরে যাবেন তিনি। কড়া নিরাপত্তাবলয়ে ঘেরা শহিদ মিনারের সভায় দলের বিদায়ী সাংসদের পাশাপাশি রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাব থাকবেন। পাশের একটি মঞ্চে বসার ব্যবস্থা করা হচ্ছে এ বারের লোকসভার ৪২ জন দলীয় প্রার্থীর।

rahul gandhi workers' meeting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy