Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মহানগরের বহুতলে আগুন

চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, মির্জা গালিব স্ট্রিটের বহুতলের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগল মহানগরের অন্য একটি বহুতলে। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের চাঁদনিচক মেট্রো স্টেশন লাগোয়া হিন্দুস্থান বিল্ডিংয়ের পাঁচতলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন । বহুতলটির উপর তলায় আগুন লাগার ফলে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।

জ্বলছে বহুতল। ছবি: বিশ্বনাথ বণিক।

জ্বলছে বহুতল। ছবি: বিশ্বনাথ বণিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৪
Share: Save:

চ্যাটার্জি ইন্টারন্যাশনাল, মির্জা গালিব স্ট্রিটের বহুতলের অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগল মহানগরের অন্য একটি বহুতলে।

শনিবার রাত সাড়ে দশটা নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের চাঁদনিচক মেট্রো স্টেশন লাগোয়া হিন্দুস্থান বিল্ডিংয়ের পাঁচতলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন । বহুতলটির উপর তলায় আগুন লাগার ফলে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। এর পর ৩০ মিটারের একটি ল্যাডারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর। বহুতলের ভেতরে কোনও কর্মী আটকে আছেন কি না তাও খতিয়ে দেখে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার হওয়ার কারণে বেশি মানুষ ছিলেন না বহুতলটিতে। তাঁরা আরও জানিয়েছে, বহুতলটিতে অনেকগুলি বেসরকারি অফিস রয়েছে। তবে এই ঘটনায় এখনও পযর্ন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire hindustan building
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE