Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট ১৫ অক্টোবর

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ১৮:৪৪
Share: Save:

মন্ত্রিসভার পাঁচ মাস কাটার আগেই দুই রাজ্যের বিধানসভা ভোটে বড় পরীক্ষার সামনে পড়তে চলেছে নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের ২৮৮টি এবং হরিয়ানার ৯০টি আসনের জন্য ভোট হবে ১৫ অক্টোবর। ১৯ অক্টোবর ফল ঘোষণা। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, মণিপুর, উত্তরপ্রদেশ ও গুজরাতের পাঁচটি বিধানসভা এবং মহারাষ্ট্রের বীর ও ওড়িশার কন্ধমলের দু’টি লোকসভা আসনে উপ নির্বাচনও হবে ওই দিন। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আসনগুলিতে নির্বাচনী বিধি কার্যকর হল বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত। কন্ধমল বাদে বাকি আসনগুলির জন্য চলতি মাসের ২০ তারিখ নোটিস জারি হবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। কন্ধমলের ক্ষেত্রে ১৯ সেপ্টেম্বর নোটিস জারি হবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ সেপ্টেম্বর। বন্যা বিধ্বস্ত জম্মু-কাশ্মীরে ভোটের দিনক্ষণ এখনও স্থির করা হয়নি বলে জানিয়েছে কমিশন। ২৭ অক্টোবর হরিয়ানা এবং ৮ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তবে কাশ্মীরের ক্ষেত্রে তা এখনও দেরি আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মহারাষ্ট্র এবং হরিয়ানা— দুই রাজ্যেই এই মুহূর্তে ক্ষমতায় কংগ্রেস। মহারাষ্ট্র বিধানসভায় ৮২টি আসন পাওয়া কংগ্রেসের লোকসভায় আসন কমে দাঁড়ায় দু’য়ে। লোকসভা ভোটের পর বিজেপি ও কংগ্রেস দুই দলের কাছেই এই নির্বাচন অসম্ভব গুরুত্বপূর্ণ। লোকসভা ভোটে বিপুল হারের পর রাজ্য দু’টিতে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে না কি মোদী ম্যাজিকে ভর করে এ বারেও ভোট বৈতরণী পেরবে বিজেপি, নজর এখন সে দিকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election haryana maharastra byelection
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE