Advertisement
০১ মে ২০২৪

মহিলা যাত্রীর সঙ্গে অশালীন ব্যবহারের জেরে গ্রেফতার চালক

ফের শহরে অটোচালকের অশালীন আচরণের শিকার হলেন এক মহিলা। গন্তব্যের আগে নামতে না চাওয়ায় তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ের ওই ঘটনায় মুজাহিদ নামের ওই অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ১৪:৫৫
Share: Save:

ফের শহরে অটোচালকের অশালীন আচরণের শিকার হলেন এক মহিলা। গন্তব্যের আগে নামতে না চাওয়ায় তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ের ওই ঘটনায় মুজাহিদ নামের ওই অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে তারাতলা থেকে অটোতে ওঠেন ওই মহিলা। লর্ডসের মোড়ের আগে তাঁকে নামতে বলে অটো চালক। কিন্তু ওই মহিলা নামতে না চাওয়ায় তাঁকে কটু কথা বলতে শুরু করে মুজাহিদ। কিন্তু তার পরেও ওই মহিলা ক্রসিং পার করে তাঁকে নামাতে চালকের কাছে অনুরোধ করেন। বচসা বেধে যায় দু’জনের মধ্যে। তারপরেই মুজাহিদ গালিগালাজ শুরু করে বলে পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন ওই মহিলা।

অন্য দিকে, ওই মহিলাই তাকে জুতোপেটা করেছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছে মুজাহিদ।

এই নিয়ে বারে বারেই মহিলা যাত্রীদের প্রতি অটোচালকদের অশালীন ও অভব্য আচরণের অভিযোগ উঠেছে। গত মাসেই কাটোয়ার অগ্রদ্বীপে অটো ভাড়া নিয়ে বচসার জেরে এক দম্পতি ও তাঁদের মেয়েকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ ওঠে অটোচালকদের বিরুদ্ধে। কলকাতার পার্ক সার্কাস-ধর্মতলা রুটে অটোর দৌরাত্ম্য নতুন ঘটনা নয়। চলতি বছরেরই ২০ জানুয়ারি এই রুটেরই এক অটোচালকের হাতে আক্রান্ত হন মৌসুমী কর্মকার নামের এক মহিলা। অটোচালক ওই মহিলার কাছে বেশি ভাড়া চেয়েছিলেন। তা দিতে চাওয়ায় ওই মহিলাকে লোহার রড দিয়ে মারেন অভিযুক্ত চালক।

কলকাতায় অটোর দৌরাত্ম্য সামলাতে রীতিমতো নাজেহাল প্রশাসন। কখনও যাত্রীদের সঙ্গে বচসার জেরে মারমুখী অটোচালক, কখনও ইচ্ছেমতো রুটে যাওয়ার অভিযোগ। দৌরাত্ম্যের বহর এমনই যে রাজ্যের মন্ত্রীকেও রাস্তায় নেমে হেঁটে দফতরে যেতে হয়েছে। মন্ত্রীর অভিযোগেও সমস্যার সমাধান হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

auto driver kolkata lady passengers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE